নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খান অভিনীত 'কেদারনাথ' ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৮-র ৭ ডিসেম্বর। সম্প্রতি 'কেদারনাথ' মুক্তির ২ বছর পূর্তি হয়েছে। 'কেদারনাথ'-এর ২ বছর পূর্তি উপলক্ষে সুশান্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন 'পন্ডিতজি' ওরফে অভিনেতা নীতিশ ভরদ্বাজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নীতিশ ভরদ্বাজ জানান, কেদারনাথের শ্যুটিংয়ের সময় তাঁর এবং সুশান্তের মধ্যে মতবিরোধ হয়েছিল। ঠিক কী ঘটেছিল? সেবিষয়ে 'কেদারনাথ'-এর 'পণ্ডিতজি' জানান, ছবির দৃশ্যে সারাকে এবং পরে সুশান্তকে চড় মারার একটি দৃশ্য ছিল। যেটি ফুটিয়ে তুলতে পরিচালকের কথা মত সারাকে সত্যিই চড় মেরেছিলেন নীতিশ। সুশান্ত বলেছিলেন, তাঁকেও একইভাবে চড় মারতে যাতে তাঁর প্রতিক্রিয়া ঠিকভাবে ফুটে ওঠে। তবে সেসময় সুশান্তের কথা না শুনে পরিচালক অভিষেক কাপুরের কথা মতোই শট দেন নীতিশ। আর এতেই তাঁর উপর বেশকিছুটা বিরক্ত হয়ে সুশান্ত বির বির করতে করতে বের হয়ে যান বলে দাবি  'কেদারনাথ'-এর 'পণ্ডিতজি'র।


আরও পড়ুন-মডেলিং দুনিয়ায় পা রাখলেন "অ্যাপল''এর সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ



নীতিশ ভরদ্বাজ পরে সুশান্তকে জানিয়েছিলেন, পরিচালক যেটা বলবেন, তিনি সেটাই করতে বাধ্য। তারপর অবশ্য সুশান্ত তাঁর কাছে ক্ষমাও চেয়ে নেন বলে জানান নীতিশ। সুশান্ত তাঁক বলেন, ''আমি দুঃখিত স্যার, আমি কেন আপনাকে এমন বলে দিলাম! আমার বলা উচিত হয়নি।" আর একথা বলতে বলতেই সুশান্ত তাঁকে জড়িয়ে ধরেছিলেন বলে জানান অভিনেতা নীতিশ ভরদ্বাজ। তাঁদের সেই সুন্দর মুহূর্তটি শ্যুটিং সেটেরই কেউ একজন ক্যামেরাবন্দী করে রেখেছিলেন বলে জানান 'কেদারনাথ'-এর 'পণ্ডিতজি'।