নিজস্ব প্রতিবেদন: ভাগ্য যে কখন কোথায় মানুষকে পৌঁছে দেয়, তা বলা বড়ই মুশকিল। একসময় 'গুলাল', 'পাতিয়ালা হাউস' 'বেয়াকুফিয়া' সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। আজ ভাগ্যের নিদারুণ পরিহাসে সিনেমা দেখা তো দূরের কথা, পেটের ভাত জোগাতে একটি অ্যাপার্টমেন্টে টানা ১২ ঘণ্টার নিরাপত্তারক্ষীর কাজ করেন অভিনেতা সাভি সিধু। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ছবি-গুলাল ছবিতে সাভি সিধু


সাভি সিধুর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল চণ্ডীগড় থেকে। লখনউ-তে স্কুলের পড়াশোনা শেষ করে চণ্ডীগড়ে গ্র্যাজুয়েশন করতে করতে মডেলিংয়ের অফার আসে সাভি সিধুর কাছে। পরে ফের  আইন নিয়ে পড়াশোনা করতে আবারও লখনউতে ফিরে যান তিনি। সাভি জানিয়েছিলেন অভিনয়ের ইচ্ছা তাঁর ছোট থেকেই ছিল। তাঁর ভাই এয়ার ইন্ডিয়াতে চাকরি পেতেই সাভি সিধুর মুম্বইতে আসা অনেকটাই সহজ হয়ে যায়। মুম্বইতে এসে স্ট্রাগল করা শুরু করেন সাভি। প্রথমে পরিচালক অনুরাগ কাশ্যপের 'পাঁচ' ছবিতে অভিনয় করে সাভি সিধু। যদিও সেই ছবিটি মুক্তি পায়নি। পরে ফের পরিচালক তাঁকে। 'ব্ল্যাক ফ্রাইডে'-তে নেন। সেই ছবিতে কমিশনার শর্মার চরিত্রে অভিনয় করেন সাভি। পরে 'গুলাল' ছবিতেও কাজ করেন তিনি। 


আরও পড়ুন-শেষযাত্রায় উপেক্ষিত চিন্ময় রায়, দেখা গেল না বিশেষ কোনও সেলেবকে



পরবর্তীকালে 'যশ রাজ ফিল্মস'-এর ছবিতে, সুভাষ ঘাইয়ের ছবিতে এমনকি নিখিল আডবাণী পাতিয়ালা হাউস ছবিতেও কাজ করেন সাভি সিধু। 


আরও পড়ুন-আলিয়াকে নিয়ে বিশেষ এই জায়গায় বেড়াতে যাচ্ছেন রণবীর!



ছবি-পাতিয়ালা হাউস ছবিতে সাভি সিধু


তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায়।  সাভি সিধুর কথায়, তিনি যে বলিউডে কাজ পাননি তেমনটা নয়। অসুস্থ হয়ে পড়লে তাঁকে কাজ ছাড়তে হয়। কাজ ছাড়ার পর সাভির জীবনে অর্থনৈতিক সঙ্কটও তৈরি হয়। সাভি সিধুর কথায়, সবথেকে খারাপ সময় তৈরি হয়, যখন তিনি তাঁর স্ত্রীকে হারান। পরবর্তীকালে মা ও বাবা দুজনকেই হারা সাভি। ধীরে ধীরে আরও একা হয়ে যান এই প্রতিভাবান অভিনেতা। এখন তাঁর কাছে এমন পয়সাও নেই, যে তিনি কোনও প্রযোজক, পরিচালকের সঙ্গে গিয়ে দেখা করতে পারেন। বর্তমানে একটি অ্যাপার্টমেন্টে ১২ ঘণ্টার নিরাপত্তারক্ষীর কাজ করেন সিধু। 


আরও পড়ুন-মোবাইলে ছবি তুলতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন জয়া