নিজস্ব প্রতিবেদন: প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadeb Dasgupta)। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুদ্ধদেবের দাশগুপ্তের প্রয়াণে চলচ্চিত্র থেকে সাহিত্য জগতে শোকের ছায়া। পরিচালক গৌতম ঘোষের (Goutam Ghosh) প্রতিক্রিয়া, 'বিরাট ক্ষতি হয়ে গেল। ভাবতে পারছি না। ওঁর আর আমার একসঙ্গে শুরু। আমাকে জোর করে অভিনয় করিয়েছিল। অনেক স্মৃতি ওঁর সঙ্গে। সবটাই সুখস্মৃতি হয়ে থাকবে। ওঁর আত্মার শান্তি কামনা করি।' শোকপ্রকাশ করেছেন পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। তিনি বলেন, 'শেষ কথা হয়েছিল আমার শেষ ছবির সময়। দেখা হয়েছিল বহুদিন আগে। শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। উনিই একজন যিনি আশ্চর্য প্রদীপ দেখে বলেছিলেন, আগের ছবির থেকে এটা ভাল হয়েছে। কলেজ জীবনে যাঁদের কাজ আমাকে অনুপ্রাণিত করত, তাঁদের মধ্যে বুদ্ধদেব দাশগুপ্ত অন্যতম। অত্যন্ত বড় মাপের মানুষ।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Buddhadeb Dasgupta: বিশিষ্ট পরিচালকের প্রয়াণে শোকবার্তা Modi-Mamata এর


সাহিত্য়িক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukherjee) বলেন, 'আমার গল্প 'দূরত্ব' দিয়েই ওঁর চলচ্চিত্র অভিযান শুরু হয়। ওঁকে আমি কবি হিসেবেই চিনতাম। খুব ভাল কবিতা লিখত। খুব শক্তিমান কবি ছিল। আমি খুবই স্নেহ করতাম। কয়েক বছর আগে দেখা হয়েছিল। শরীর ভাল ছিল না।' শোকজ্ঞাপন করেছেন নাট্যকার কৌশিক সেনের (Koushik Sen), 'আমার সঙ্গে থিয়েটারের সূত্রে পরিচয়। মার্কেটের কথা না ভেবে, প্রযোজকদের দ্বারা চালিত না হয়ে ছবি করে যেতেন। ওঁনার ধারার ছবি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে।'


আরও পড়ুন: চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)