নিজস্ব প্রতিবেদন : করোনায় মৃত্যু হল বলিউডের প্রযোজক অনিল সুরির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। অনিল সুরির ভাই রাজীব সুরির অভিযোগ, বেড নেই বলে অনিল সুরিকে ভর্তি নেয়নি মুম্বইয়ের লীলাবতি ও হিন্দুজা হাসপাতাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজিব সুরি PTI-কে জানিয়েছেন, ''গত ২ জুন থেকে জ্বর হয়েছিল অনিল সুরির। কিন্তু পরের দিনই তাঁর অবস্থার অবনতি হয়। তাঁর শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। হিন্দুজা ও লীলাবতি দুই হাসপাতালই বেড নেই জানিয়ে তাঁকে ভর্তি নিতে চায়নি। বুধবার রাতে তাঁকে একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। উনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধেয় তাঁরা বলেন, কিছু সমস্যা রয়েছে। তাই ওনাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সন্ধে ৭টা নাগাদ তাঁর মৃত্যু হয়।'' 


আরও পড়ুন-শ্রীলেখা মিত্র ও পরিচালক সৌকর্য ঘোষালের মধ্যে বিরোধ কি মিটলো?


শুক্রবারই ওশিওয়ারা শশ্মানে অনিল সুরির শেষকৃত্য সম্পন্ন হয়। যেখানে তাঁর পরিবারের মাত্র ৪ জন সদস্য উপস্থিত ছিলেন। প্রসঙ্গত ১৯৭৯ এ মুক্তি পাওয়া অমিতাভ বচ্চনের 'মঞ্জিল' যেটার পরিচালক ছিলেন বাসু চট্টোপাধ্যায়। ওই ছবিরই প্রযোজক ছিলেন অনিল সুরি। এছাড়াও 'রাজ তিলক', 'কর্মযোগী' সহ বহু ছবিরই প্রযোজক ছিলেন তিনি।