ওয়েব ডেস্ক : অভিনেতা অর্জুন রামপালের বিরুদ্ধে দায়ের হল FIR। অভিযোগ, দিল্লির এক অভিজাত নাইক্লাবে এক যুবকের উদ্দেশে ক্যামেরা ছুঁড়ে মারেন তিনি। ওই যুবকের কপালে আঘাত লাগে। চোট বেশ গুরুতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগকারী যুবক জানিয়েছেন, রাত সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। পাঁচতারা রেস্তরাঁর নাইটক্লাবটিতে DJ-র কাজ করছিলেন অর্জুন। ওই ফোটোগ্রাফার যুবক সেইসময় অর্জুনের ছবি তুলতে গেলে, রেগে যান অর্জুন। যুবকের হাত থেকে ক্যামেরা কেড়ে নেন তিনি। ছুঁড়ে মারেন সেটি। ক্যামেরার আঘাতে ওই যুবকের কপাল ফেটে যায়। আরও অভিযোগ, এরপর তাঁকেই বাউন্সার দিয়ে জোর করে হল থেকে বের করে দেওয়া হয়। এমনকী, রেস্তরাঁয় উপস্থিত পুলিশের কাছ থেকেও কোনওরকম সহযোগিতাও তাঁরা পাননি বলে অভিযোগ।



এপপরই অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় অর্জুন রামপালের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আরও পড়ুন, স্বামীর মৃত্যু সংবাদ পড়ে অনন্য পেশাদারিত্বের নজির নিউজ অ্যাঙ্করের