স্বামীর মৃত্যু সংবাদ পড়ে অনন্য পেশাদারিত্বের নজির নিউজ অ্যাঙ্করের
স্বামী মারা গেছে পথ দুর্ঘটনায়। সকালের বুলেটিনে সেই খবরই পড়লেন নিউজ অ্যাঙ্কর। পেশাদারিত্বের অনন্য নজির স্থাপন করলেন ছত্তিসগড়ের সুপ্রীত কৌর।
ওয়েব ডেস্ক : স্বামী মারা গেছে পথ দুর্ঘটনায়। সকালের বুলেটিনে সেই খবরই পড়লেন নিউজ অ্যাঙ্কর। পেশাদারিত্বের অনন্য নজির স্থাপন করলেন ছত্তিসগড়ের সুপ্রীত কৌর।
আরও পড়ুন- নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণের দায়িত্ব রাজনৈতিক দলেরই : প্রধান বিচারপতি
ইনি সুপ্রীত কৌর। ছত্তিসগড়ের একটি বেসরকারি নিউজ চ্যানেলের সঞ্চালক। যে দুর্ঘটনার খবরটি ইনি পড়লেন তা তাঁরই স্বামীর মৃত্যু সংবাদ। শনিবার সকালে ছত্তিসগড়ের পিথারার এক গাড়ি দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়। মৃতদের মধ্যে হর্ষদ কাওয়াড়েও ছিলেন। হর্ষদের নাম জানানো হয়নি সুপ্রীতকে। কিন্তু, প্রোডাকশন কন্ট্রোল রুম থেকে যে ব্রিফ দেওয়া হয়, তাতেই তিনি বুঝে যান, তাঁর স্বামী আর নেই। এরপরেও ঠাণ্ডা মাথায় পেশাগত দায়বদ্ধতার কথা মাথায় রেখে পুরো বুলেটিন পড়েন সুপ্রীত। তারপরেই বিরতিতে ভেঙে পড়েন কান্নায়।