নিজস্ব প্রতিবেদন: কোভিড বিধি ভাঙার অভিযোগে আরবাজ খান ( Arbaaz Khan), সোহেল খান (Sohail Khan) ও তাঁর ছেলে নির্বাণ খানের (Nirvaan Khan) বিরুদ্ধে এফআইআর দায়ের করল বৃহন্মুম্বই পুরসভা বা বিএমসি (BMC)। নির্দিষ্ট নিয়ম মেনে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফেরার পর নিভৃতবাসে থাকেননি তাঁরা। বাড়ি ফিরে গিয়েছিলেন তাঁরা।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংযুক্ত আরব আমিরশাহি থেকে দেশে ফিরেছিলেন আরবাজ (Arbaaz Khan), সোহেল (Sohail Khan) ও নির্বাণ (Nirvaan Khan)। বিমানবন্দরে করোনা রিপোর্ট এসেছে তাঁদের। নিয়ম মেনে তাঁদের কোয়ারিন্টিনে থাকার কথা। তাঁরা হোটেলও বুক করেছিলেন। তবে হোটেলে থাকেননি। বরং বাড়ি চলে গিয়েছিলেন তাঁরা। এভাবে কোভিড বিধি ভাঙায় তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে বৃহন্মুম্বই পুরসভা (Brihanmumbai Municipal Corporation)।        


সলমন খানের ভাই আরবাজ ও সোহেলের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিস। ওই এফআইআরে (FIR) নাম রয়েছে সোহেলের ছেলে নির্বাণ খানের। তাঁদের বিরুদ্ধে ১৮৮ ও ২৬৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। 


আরও পড়ুন- কলকাতায় কোভিড আক্রান্ত বনিতা সান্ধু, ভর্তি হলেন না বেলেঘাটা আইডিতে