`ভাবিজি` সৌম্যা ট্যান্ডনের বাড়িতে আগুন
গভীর রাতে অভিনেত্রীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিজস্ব প্রতিবেদন: অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাবাজি ঘর পর হ্যায় খ্যাত অভিনেত্রী সৌম্যা ট্যান্ডনের বাড়ি। বুধবার, গভীর রাতে অভিনেত্রীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অভিনেত্রী জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর বাড়িতে বেশকিছু ক্ষয়ক্ষতি হলেও ভয়াবহ কোনও ঘটনা ঘটেনি। বাড়ির সকলে সুস্থ আছেন। জানা যাচ্ছে, মশা মারার লিকুইড ইলেক্ট্রিক বোর্ডে লাগিয়ে ঘুমোচ্ছিলেন অভিনেত্রী। সেখানে থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে অভিনেত্রী সকলকে এইভাবে মশা মারার লিকুইড ব্যবহার করা থেকে সতর্ক করেছেন। সৌম্যার উপদেশ, কখনওই বিছানার পাশে প্লাগে মশা মারার লিকুইড লাগিয়ে ঘুমোবেন না। পাশাপাশি বাড়িতে অগ্নি নির্বাপক সরঞ্জাম রাখার পরামর্শও দিয়েছেন তিনি।
আরও পড়ুন-নেপালে গানের কনসার্টে গিয়ে গুরুতর অসুস্থ সোনু নিগম, ভর্তি করা হল হাসপাতালে
প্রসঙ্গত কিছুদিন আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সৌম্যা ট্যান্ডন। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুটির কোনও ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। তবে অভিনেত্রীর হাতের তালুর কিছুটা অংশ পুড়ে গিয়েছে বলে খবর।