ওয়েব ডেস্ক: বিয়ের গানের দৃশ্যের শ্যুটিং চলছিল সঞ্জয় দত্তের নতুন ছবি ভূমির সেটে। আর তখনও ঘটল বিপদ। হঠাত্‌ আগুন লেগে গেল সেটে। কোনওক্রমে বিপদ থেকে বেঁচেছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বইয়ের আর.কে স্টুডিওয়ে ভূমি ছবির একটি বিয়ের গানের দৃশ্যের শ্যুটিং চলছিল। ৩০০-র ও বেশি ডান্সার উপস্থিত ছিলেন ওই সময়ে সেটে। তখনই ঘটে যায় বিপদ। তবে জায়া গিয়েছে, ঘটনায় কেউ আহত হননি। কারও কোনও ক্ষতি হয়নি।


প্রসঙ্গত, ভূমি একটি আবেগপ্রবণ ছবি। যেখানে বাবা আর মেয়ের মধ্যে সম্পর্ককে প্রেক্ষাপট করে তুলে ধরা হয়েছে। ছবিতে বাবার ভূমিকায় অভিনয় করছেন সঞ্জুবাবা এবং মেয়ের ভূমিকায় অদিতি রাও হায়দারি। ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।


মুক্তির আগেই বাহুবলীর ২-এর রেকর্ড ভেঙে দিল রজনীকান্তের ২.০!


সঞ্জয় দত্তের বায়োপিক কবে রিলিজ করছে জেনে নিন