ওয়েব ডেস্ক : চুম্বন! শুদ্ধ ভাষায়। চলতি কথায় বললে হয় ‘চুমু’। আবেগের প্রথম ভেজা অনুভূতি। আপাত ‘নিষিদ্ধ দুনিয়ায়’ পা রাখার প্রথম ‘ছাড়পত্র’ যেন!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘চুমু’ শুনলে অনেক ‘নীতিপুলিশ’ই ভুরু কুঁচকান। রব তোনন ‘গেল গেল’ বলে। এমনই হয়েছিল যেদিন বলিউডে চুমুর প্রথম দৃশ্যায়ন হয়। পাশ্চাত্য সংস্কৃতির সনাতন ভারতীয় ঐতিহ্যকে নষ্ট করবে বলে ‘আর্তনাদ’ করেছিলেন তাঁরা। এখন প্রশ্ন চুমু প্রথম কবে এল ভারতীয় সিনেমায়?


অনেকে বলেন ১৯৭০-এ। একদমই ভুল তথ্য। ভারতীয় সিনেমায় প্রথম চুমু ১৯২৯-এ। ছবির নাম “এ থ্রো অফ ডাইস”। নির্বাক ছবি। সেখানেই প্রথম চুমুকে অন স্ক্রিন দেখানো হয়। এর ৪ বছর পর দেবিকা রানির ছবি “কর্ম”। সেখানে হিমাংশু রায়কে প্রায় ৪ মিনিট দীর্ঘ চুম্বন করেন দেবিকা রানি।