Footballer Dipendu Biswas : মাঠ ছেড়ে এবার পর্দায়, ১০ নম্বর জার্সি গায়ে পোস্টারে হাজির `দীপু`
`বল পায়ে এগিয়ে যাচ্ছেন দীপেন্দু বিশ্বাস । ১০ নম্বর জার্সিধারী তবে বক্সে মারাত্মক`! গ্যালারি জুড়ে উঠত `দীপু...দীপু` নামের স্লোগান। এবার মাঠে নয়, সেই ছবিই দেখা যাবে বড় পর্দায়। আসছে ফুটবলার দীপেন্দু বিশ্বাসের বায়োপিক। এখবর এতদিনে নিশ্চয় শুনে ফেলেছেন। যাঁর `দীপু`র ফার্স্ট লুক দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাঁদের জন্য এবার সামনে এল ছবির পোস্টার। যদিও এটি এই ছবির দ্বিতীয় পোস্টার বলেই জানানো হচ্ছে।
Footballer Dipendu Biswas, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : 'বল পায়ে এগিয়ে যাচ্ছেন দীপেন্দু বিশ্বাস । ১০ নম্বর জার্সিধারী তবে বক্সে মারাত্মক'! গ্যালারি জুড়ে উঠত 'দীপু...দীপু' নামের স্লোগান। এবার মাঠে নয়, সেই ছবিই দেখা যাবে বড় পর্দায়। আসছে ফুটবলার দীপেন্দু বিশ্বাসের বায়োপিক। এখবর এতদিনে নিশ্চয় শুনে ফেলেছেন। যাঁর 'দীপু'র ফার্স্ট লুক দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাঁদের জন্য এবার সামনে এল ছবির পোস্টার। যদিও এটি এই ছবির দ্বিতীয় পোস্টার বলেই জানানো হচ্ছে।
ধূসর রঙের জার্সি। পিঠ করে বল হাতে দাঁড়িয়ে রয়েছেন, পিঠে হলুদ রঙে লেখা '১০', মাঠে নামার অপেক্ষা। সামনে দর্শকদের ছবিটা অবশ্য কিছুটা ব্লার করা। পোস্টারের উপরে বাংলায় বড় করে লেখা 'দীপু'। ইংরাজিতে লেখা অ্যা ফিল্ম বাই শ্রী প্রীতম। পোস্টার থেকেই স্পষ্ট, ছবির গল্প, পরিচালনা ও মিউজিক সবটাই করেছেন শ্রী প্রীতম।
ভারতীয় ফুটবলের 'মারাদোনা' কৃশানু দে-কে নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ওয়েব সিরিজ। মেহতাব হোসেনকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। এবার সেই তালিকায় জুড়ে গেল দীপেন্দু বিশ্বাসের নাম। এই মুহূর্তে কাতারে রয়েছেন প্রাক্তন ফুটবলার। এর আগে জি ২৪ ঘণ্টাকে টেলিফোনে দীপেন্দু বলেছিলেন, 'এই বায়োপিকে আমার জীবনের লড়াই তুলে ধরা হয়েছে। ফুটবলকে নিজের সবকিছু হিসেবে বেছে নেওয়ার জন্য বাবা-মা অনেক কিছু ত্যাগ করেছেন। টিএফএ-এর শুরু থেকে পরবর্তী সময় প্রদীপ স্যর, অমল স্যর, ভৌমিক দা এবং আরও অনেক মানুষের অবদান ভুলতে পারব না। আমার সঙ্গে সেই মানুষগুলোর প্রাপ্য সম্মান পাওয়া উচিত। আশাকরি সেই দিকগুলো বায়োপিকে তুলে ধরা হবে।'
দীপেন্দুর মতো এই সিনেমার পরিচালকের কাছেও এটা নতুন অভিজ্ঞতা। কারণ শ্রী প্রীতম গায়ক ও সুরকার হিসেবে পরিচয় গড়েছেন। এর আগে প্রসেনজিত চট্টোপাধ্যায়ের 'বিক্রম সিংহ' থেকে শুরু করে একাধিক 'মশালা' সিনেমায় সুর দিয়েছেন। এহেন তরুণ নিয়েছেন নতুন চ্যালেঞ্জ। নতুন ইনিংস নিয়ে শ্রী প্রীতমও উচ্ছ্বসিত। তিনি টেলিফোনে জি ২৪ ঘণ্টাকে বলেন, 'আমি ছোটবেলা থেকেই দীপুদার পাগল ফ্যান। ময়দান থেকে শুরু করে যুবভারতী স্টেডিয়াম, সুযোগ পেলেই ওঁর খেলা দেখেছি। সেই মানুষটার জীবন রুপোলি পর্দায় তুলে ধরার ইচ্ছা অনেকদিনের ছিল। জানি কাজটা চ্যালেঞ্জিং। তবুও এই চ্যালেঞ্জ নিলাম।'
সাধারণত ক্রীড়াবিদদের বায়োপিক তৈরি করার সবচেয়ে বড় সমস্যা হল সঠিক অভিনেতা নির্বাচন। যদিও পরিচালকের দাবি তরুণ রোহন ভট্টাচার্য 'দীপু'-র চরিত্রে একেবারে মানানসই। শ্রী প্রীতম ফের যোগ করলেন, 'রোহন একটা সময় নিয়মিত ফুটবল খেলত। এখনও সুযোগ পেলে মাঠে নেমে যায়। ওকে বেছে নেওয়ার পর ছেলেটা অনুশীলনও শুরু করে দিয়েছে। দীপু-দার ম্যানারিজম, ফুটবল খেলার স্টাইল, বল কন্ট্রোল সবকিছু রপ্ত করার চেষ্টা করছে। সেইজন্য দীপু-দার সঙ্গে বেশ কয়েকবার দেখাও করেছে রোহন।'
দীপেন্দু বিশ্বাসর ফুটবল জীবনে একটা সময় অন্ধকার নেমে এসেছিল। তাঁর হৃদযন্ত্রে সমস্যা হওয়ার জন্য। সেই দিকটা কি সিনেমায় তুলে ধরা হবে? শ্রীপ্রীতমের প্রতিক্রিয়া, 'একেবারেই না। কারণ ওটা নেতিবাচক দিক। বরং আমরা দীপু-দার জীবনের লড়াইকেই বড় করে দেখাচ্ছি। তাছাড়া একটা আনটোল্ড স্টোরি থাকছে। যেটা এখনও পর্যন্ত কেউ জানেন না। সেই দিকটাই আমরা বড় আকারে দেখাব। এবং দীপু-দার জীবনের সেই ঘটনা নিয়েই সিনেমার শুরু।'