নিজস্ব প্রতিবেদন : সলমন খানের ঘোড়া বিক্রি আছে। জেনেই রাজি হয়ে গিয়েছিলেন রাজস্থানের বাসিন্দা সন্তোষ ভাটি। তবে ঘোড়া মেলেনি। উল্টে ১২ লক্ষ টাকা প্রতারকদের কাছে খুইয়েছেন ওই যোধপুর নিবাসী ওই মহিলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিক কী ঘটেছে?


প্রতারিত ওই মহিলা জানিয়েছেন, তিন প্রতারক তাঁকে সলমনের ফার্ম হাউসে তোলা একটি ঘোড়ার ছবি দেখান। জানান, ঘোড়াটি বিক্রি আছে। তাঁকে ওই তিন ব্যক্তি বিশ্বাস করান, যে তাঁরা সলমন খানকে চেনেন। এর আগেও নাকি সলমন খান তাঁদের মাধ্যমে ঘোড়া বিক্রি করেছেন। ঘোড়া কেনার পর তা বিক্রি করতে পারলে ভালো লাভ করা যায় বলেও ওই মহিলাকে জানিয়েছিলেন তিন প্রতারক। তাঁদের কথায় বিশ্বাস করে শেষপর্যন্ত ১২ লক্ষ টাকায় ঘোড়া কেনার চুক্তি হয়েছিল। যার মধ্যে ১১ লক্ষ টাকা নগদ ও বাকি টাকা ওই মহিলা চেকে দিয়েছিলেন। তবে ঘোড়া হস্তান্তরের দিন নির্দিষ্ট জায়গায় গিয়েও ঘোড়া মেলেনি।


আরও পড়ুন-নবান্ন অভিযানে পুলিসের লাঠিচার্জ, ক্ষুব্ধ Swastika, Sreelekha Mitra



আরও পড়ুন-Sridevi-র মত্যুর ৩ বছর পার, Dimple-র স্বামী হচ্ছেন Boney Kapoor?


প্রতারিত হওয়ার পর গত অগস্টে পুলিসের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। তবে তাতেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তাঁর। অগত্যা, বিচার চেয়ে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। তাঁর আবেদন মেনে বৃহস্পতিবার আদালতের তরফে রাজস্থান পুলিস কমিশনারকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়।