নিউ ইয়র্কে ছোট্ট `ইন্ডিয়া`র সঙ্গে দেখা অনুপম খেরের
কি ব্যাপারটা ঠিক বোঝা গেল না তো?
নিজস্ব প্রতিবেদন: এই মুহূর্তে নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন অভিনেতা অনুপম খের। আর সেখানে হঠাৎই তার সঙ্গে দেখা হয়ে গেল ছোট্ট 'ইন্ডিয়া'র। কি ব্যাপারটা ঠিক বোঝা গেল না তো?
আসলে এই 'ইন্ডিয়া' হল ছোট্ট একটি শিশু কন্যা। যাঁর সঙ্গে নিউ ইয়র্কেই আলাপ হয় ৬৪ বছর বয়সী অভিনেতার। ছোট্ট এই শিশুটির ছবি পোস্ট করতে ভোলেননি অভিনেতা। ক্যাপশানে লিখেছেন, '' এই ছোট্ট শিশুটির নাম ইন্ডিয়া। তাই একে কাছে টেনে না নিয়ে পারছি না।'' হ্যাজ ট্যাগে অভিনেতা দিয়েছেন #KuchBhiHoSaktaHai।
আরও পড়ুন-ঐশ্বর্য-অভিষেকের বিয়ের পুরনো কিছু মুহূর্ত ভাইরাল
নিউ ইয়র্কের মাঝে মধ্যেই নানান মুহূর্ত, নানান অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যাচ্ছে অভিনেতা অনুপম খেরকে। নিউ ইয়র্কের একটি মজার ঘটনা শেয়ার করে এর আগে অনুপম সোশ্যাল মিডিযায় লিখেছিলেন, ''এক ট্যাক্সি চালক প্রথমে তাঁকে চিনতে পারেননি। পরে তাঁকে চিনতে পারেন তাও আবার ভীষণই মজার একটি কারণে।''
এদিকে নিউ ইয়র্কে থাকাকালীনই সেখানে চিকিৎসাধীন অসুস্থ ঋষি কাপুরের সঙ্গেও দেখা করেছেন অনুপম খের।
প্রসঙ্গত, অনুপম খেরকে শেষবার দেখা গেছে 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবিতে।