গণপতি আরাধনায় মেতে উঠল গোটা বলিউড, দেখুন
ওয়েব ডেস্ক : শুক্রবার থেকে শুরু হল গণেশ চতুর্থী। পুজোর দিন আসতেই গণপতি আরাধনায় মেতে উঠল গোটা বলিউড। গণেশ পুজোর দিন আসতেই সকাল থেকেই ব্যস্ত হয়ে ওঠেন বলিউডের সেলিব্রিটিরা। ঋষি কাপুর থেকে বিবেক ওবেরয় কিম্বা অনিল কাপুর কিম্বা একতা কাপুর, গণেশ চতুর্থীতে মেতে ওঠেন বলিউডের সেলিব্রিটিরা।
ট্যুইটার হ্যান্ডেলে ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছাও জানান সেলিব্রিটিরা। অমিতাভ বচ্চন, অভিষেক কাপুররাও আজ ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানান। এক কথায়, গণেশ পুজোর প্রথম দিনই গণপতি আরাধনায় মেতে উঠেছে গোটা বলিউড।
দেখুন..