নিপাট সাধারণ মানুষ! পায়ে হেঁটে গণপতি বিসর্জন শোভাযাত্রায় রণবীর
ওয়েব ডেস্ক: প্রত্যেকবছরের মতই এবারও ধূমধামের সঙ্গে গণপতি বাপ্পার পুজো করেছে বলিউড। গণপতি উৎসব শেষ, এবার প্রতিমা নিরঞ্জনের পালা। কিছুদিন আগে বাপ্পাকে বিদায় জানানোর শোভাযাত্রায় সামিল হয়েছিলেন খোদ বলিউড বাদশা শাহরুখ খান ও তাঁর পরিবার। এবার একইভাবে গণপতি বিসর্জনের শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেল রণবীর কাপুরকেও।
শুধু রণবীরই নন, শোভাযাত্রায় দেখা গেল ঋষি কাপুর, রণধীর কাপুর সহ কাপুর খানদানের অন্যান্য সদস্যদেরও। কাপুর পরিবারের এই গণপতি বিসর্জনের শোভাযাত্রা সামিল হলেন বহু মানুষ। উপচে পড়ল ভিড়।
গ্ল্যামার ভুলে একেবারে নিপাট সাধারণ মানুষের সঙ্গেই পায়ে হেঁটে বিসর্জন শোভাযাত্রায় সামিল হয়েছিলেন রণবীর। নারকেল ফাটিয়ে যাত্রার শুভ সূচনা করেন তিনি নিজেই। দেখুন সেই ছবি ও ভিডিও।
রয়েছে ছবি
আরও পড়ুন- 'কেদারনাথ'-এর পোস্টারে প্রকাশ্যে সুশান্ত-সারার রসায়ন