জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের দুঃসংবাদ বিনোদুনিয়ায়। চুরি আটকাতে গিয়ে গুলিতে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা জনি ওয়াক্টর(Johnny Wactor)। জানা যাচ্ছে, গুলি করে হত্যা করা হয়েছে ‘জেনারেল হসপিটাল’খ্যাত অভিনেতাকে(General Hospital actor)। শনিবার ভোর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডাউনটাউনে এই ভয়ংকর ঘটনা ঘটে। মাত্র ৩৭ বছর বয়সেই দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন অভিনেতা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Sridevi | Bonny Kapoor: শ্রীদেবীকে পেতে পাগল বনি ঝাঁপ দিলেন জানলা থেকে, তারপর...


জনি ওয়াক্টরের মা স্কারলেট ওয়াক্টর সংবাদমাধ্যমে বলেন, ‘জনি তাঁর সহকর্মীর সঙ্গে ছিল। তাঁরা দেখতে পায় তিনজন ব্যক্তি তাঁর গাড়ি থেকে কনভার্টার চুরির চেষ্টা করছে; এরপর এগিয়ে যান জনি। ওই তিন ব্যক্তির সঙ্গে লড়তে আমি জনিকে নিষেধ করেছিলাম। কিন্তু ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ার আগে চোরদের একজন জনিকে গুলি করে দেয়।’  


লস অ্যাঞ্জেলেস পুলিসের মুখপাত্র জাডের শ্যাভেস বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে ভোর ৩টা ২৫ মিনিটে। পিকো বুলেভার্ডের রাস্তায় একটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল তিন চোর। সেই সময় চোরদের মুখোমুখি হন গাড়ির মালিক। তখন চোরদের একজন ওই ব্যক্তিকে গুলি করেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’


আরও পড়ুন- Nicki Minaj: এ কী কাণ্ড! মাদক রাখায় হাজতবাস গায়িকার, নড়ে গেলেন ফ্যানরা...


পুলিস এখনও ওই তিন চোরের কাউকে শনাক্ত করতে পারেনি। তবে জনির মা স্কারলেটের বিশ্বাস, খুব শীঘ্রই ধরা পড়বেন ওই তিন ব্যক্তি। জনির মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর সহকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়েছেন তাঁর অনুরাগীরা।  


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)