COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ওয়েব ডেস্ক: ক্রিসমাসেই বিদায় নিলেন লাস্ট ক্রিসমাসের স্রষ্টা। ব্রিটিশ পপ সম্রাট জর্জ মাইকেল। পড়ুন- 'সম্পর্কে প্রতারিত হয়েছি', রণবীরের বিরুদ্ধে বিস্ফোরক ক্যাটরিনা


 



অক্সফোর্ডের গোরিংয়ে তাঁর বাড়ি। রবিবার সেখান থেকেই চিরশান্তির দেশে পাড়ি দিল তাঁর তিপান্ন বছরের অশান্ত আত্মা। পিছনে পড়ে রইল সমকামী সম্পর্কের স্বীকৃতির দাবিতে অক্লান্ত চিত্‍কার। রয়ে গেল দশ কোটি অ্যালবাম বিক্রির ঈর্ষণীয় বাণিজ্যিক রেকর্ড। 'ফেথ', 'ক্লাব ট্রপিকানা', 'কেয়ারলেস উইসপার'। কোনও তরুণ কণ্ঠে যতবার রণিত হবে গানগুলি, স্মৃতিতে উঁকি দেবেন মাইকেল।শুধু গায়ক হিসাবে নন গীতিকার হিসাবেও তিনি খ্যাত হয়েছেন।এম টিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের পাশাপাশি গ্র্যামি অ্যাওয়ার্ডেও ভুষিত হন তিনি।তাঁর জীবন নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করছিলেন গায়ক, নাম দিয়েছিলেন ফ্রিডম।২০১৭ র মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল এই ডকুমেন্টারি। প্রতি ক্রিসমাসেই কারও না কারও হৃদয়ে রোদন তুলবে তাঁর 'লাস্ট ক্রিসমাস'। নিয়তির সঙ্গে বোধহয় তেমনই ষড়যন্ত্র করেছিলেন। তাই ক্রিসমাসেই অমর করে গেলেন নিজের লাস্ট ক্রিসমাসকে।