নিজস্ব প্রতিবেদন:  ফ্যাশনিস্তা সোনমকে প্রায় নিত্যদিনই নানান ধরনের ডিজাইনার পোশাকে দেখা যায়। সম্প্রতি সোনমকে ফিলিপ পারিস্সের সাদা ম্যাক্সি ড্রেসে মন জয় করে নিয়েছেন সোনম। তাঁর পায়ে ছিল ব্রাউন গোল্ডেন জুতো হাতে লুইস ভুইটন ব্র্যান্ডের ব্যাগ। 'থ্রাইভ গ্লোবাল ইন্ডিয়ার' তরফের আয়োজিত একটি আলোচনা সভায় এভাবেই হাজির হয়েছিলেন অনিল কাপুর কন্যা সোনম কাপুর আহুজা। তাঁর সঙ্গে ছিলেন মার্কিন লেখিকা আরিয়ানা হাফিংটন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই পর্যন্ত সবকিছু ঠিকই ছিল তবে নজর কেড়েছে সোনমের ছোট্ট লুইস ভুইটন ব্র্যান্ডের এই ব্যাগ। ছোট্ট এই ব্যাগের দাম শুনতে আঁতকে উঠবেন।


আরও পড়ুন-বিয়ে করলেন এমটিভি রোডিস খ্যাত রঘু রাম, পাত্রী কানাডিয়ান গায়িকা নাতালি



জানা যাচ্ছে এই ব্যাগটির দাম হল ২৯৯০ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে ২ লক্ষ ৪৩ হাজার টাকা। 


আরও পড়ুন-রণবীর কি বাবা হচ্ছেন? মুখ খুললেন বলিউডের 'খলজি'





প্রসঙ্গত, থ্রাইভ গ্লোবাল ইন্ডিয়ায় অতিথি সম্পাদক হিসাবে  #MeToo কীভাবে মোকাবিলা করা যায়, সেবিষয়ে একটি নিবন্ধ লিখেছেন। সোনম লিখেছেন, ''আমি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছি, যেখানে ডিনার টেবিলে বসে যৌনতা নিয়ে কোনো আলোচনা হয় না। কিংবা নারীদের চুপ থাকতে বা চোখ নামিয়ে কথা বলতে বলা হয় না। আমাকে সব সময়ই কণ্ঠ উঁচিয়ে কথা বলতে উৎসাহিত করা হয়েছে।''


অনিল কাপুর কন্যা লিখেছেন, ''একজন মানুষ দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ।’ তিনি বলেন, ‘যখন একজনকে প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ বলা হচ্ছে, তার সঙ্গে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে, নারীরা অবিশ্বাস্য রকম ঝুঁকি এবং মানসিক আঘাত থেকেই তাদের কথাগুলো বলছেন। তাদের প্রতি আমাদের বিশ্বাস এবং সমর্থন থাকতে হবে।''


আরও পড়ুন-প্রয়াত অভিনেতা বিনোদ খান্নার প্রথমা স্ত্রী গীতাঞ্জলি