নিজস্ব প্রতিবেদন: করোনা প্রাদুর্ভাবের মাঝেই মুক্তি পেল গুলদস্তার প্রথম গান 'রঙ্গ রসিয়া'। গানটি গেয়েছেন নবাগতা শাওনি। সুর দিয়েছেন সৌম্য ঋত।        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা আতঙ্কে গোটা দেশ এখন গৃহবন্দি। মঙ্গলবার মধ্যরাত থেকে ২১ জনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন পরিস্থিতিতে গানই হতে পারে আপনার সময় কাটানোর বন্ধু। ঘরে বসেই শুনুন 'গুলদস্তা' ছবির নতুন গান। মুক্তি পেয়েছে ছবির প্রথম অডিয়োটি। ইদানীং বেশি দৈর্ঘ্যের গান হয় না। কিন্তু ব্যতিক্রম 'রঙ্গ রসিয়া'। গানটি ৬ মিনিট ৪৮ সেকেন্ডের। আপনি যদি অন্য ধরনের গানের শ্রোতা হন, তবে রঙ্গ রসিয়া ভালো লাগবেই। অসাধারণ গেয়েছেন শাওনি। সুর দিয়েছেন তরুণ সংগীত পরিচালক সৌম্য ঋত।   




গুলদস্তা ছবিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা। ছবিতে রয়েছেন-  স্বস্তিকা মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়, ঈশান মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায়, অনুভব কাঞ্জিলাল, ছন্দা করণজিৎ ও অভিজিৎ গুহ প্রমুখ। প্রযোজনা করেছে রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। ছবির পরিচালক অর্জুন দত্ত। তাঁর প্রথম ছবি 'অব্যক্ত'। 



 


কলাকুশলীদের নাম দেখেই বোঝা যাচ্ছে, এটি একটি মহিলাকেন্দ্রিক ছবি।  শ্রীরূপা, রেণু ও ডলি- তিন মহিলার জীবনের গল্প বুনেছেন অর্জুন দত্ত। ২৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল 'গুলদস্তা'র। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জেরে মুক্তি আপাতত স্থগিত করা হয়েছে।


আরও পড়ুন- সরকার না বললে বের হবেন না, দয়া করে ঘরে থাকুন, করোনা রুখতে বার্তা অক্ষয়ের