রণবীর সিং যে এমন র্যাপ গাইতে পারেন জানা ছিল?
শুধু অভিনয়ই নয়, রণবীর যে এমন র্যাপ গাইতে পারেন সেটা কি জানা ছিল?
নিজস্ব প্রতিবেদন: তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা তো বৃথা। তিনি যে কতটা ভালো অভিনয় করেন তা 'পদ্মাবত'-এ ' আলাউদ্দিন খলজি'-র চরিত্রে অভিনয় করেই বুঝিয়ে দিয়েছেন রণবীর সিং। তবে শুধু অভিনয়ই নয়। রণবীর যে এমন র্যাপ গাইতে পারেন সেটা কি জানা ছিল?
'গলি বয়' ছবির ট্রেলার মুক্তির পরে, সকলেই রণবীরের প্রশংসায় পঞ্চমুখ। ছবিতে শুধু র্যাপার ডিভাইনের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তবে শুধুই অভিনয় নয়, র্যাপটাও বেশ ভালোই রপ্ত করেছেন রণবীর। ইতিমধ্যেই অনেকের প্লে লিস্টেই হয়ত 'আপনা টাইম আয়েগা' গানটি চলে এসেছে। আর এই গানটি নিজের গলায় গেয়েছেন রণবীর। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই র্যাপ-এর কথাগুলি লিকেছেন র্যাপার ডিভাইন ও সংগীতকার অঙ্কুর তিওয়ারি। আর সুর দিয়েছেন ডিভাইন ও ডুব শর্মা। আর গানটি গেয়েছেন রণবীর সিং নিজে। শুধু গানই নি, মুগ্ধ করেছেন সকলকে। রণবীরের যে এমন প্রতিভাও রয়েছে, তা হয়ত অনেকেরই জানা ছিল না। শুনুন...
আরও পড়ুন-রাজকুমার হিরানির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, মুখ খুললেন দিয়া মির্জা
প্রসঙ্গত, এই বিজ্ঞাপনটির পরিচালক ছিলেন রোহিত শেঠি।
আরও পড়ুন-দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীরকে প্রেমের উপদেশ দিচ্ছেন রণবীর সিং