ওয়েব ডেস্ক: ১৯ মে মুক্তি পেয়েছে। ১০ দিনে ব্যবসা ছুঁয়েছে ৫০ কোটি। সেই উপলক্ষে সাকসেস পার্টি টিম হাফ গার্লফ্রেন্ডের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চেতন ভগতের লেখা গল্প নিয়ে হাফ গার্লফ্রেন্ড। এর আগেও  চেতনের লেখা নিয়ে যে কটি ছবি মুক্তি পেয়েছে সবকটি ভাল মতো সাফল্য পেয়েছে। সেদিক থেকে ভরসার জায়গা ছিল । তবে প্রায় এক মাস হতে চলল।বাহুবলী টুর ঝড়ের প্রভাব এখনও বলিউডে। আশানুরূপ ফল পাচ্ছে না কোন ছবি। বাহুবলীর পাশাপাশি হাফ গার্লফ্রেন্ড ছবিকে চ্যালেঞ্চের মুখে পড়তে হয়েছে হিন্দি মিডিয়ামের জন্য।  তাই হাফ গার্লফ্রেন্ডের ব্যবসা ঘিরে টেনশনে ছিলেন চেতন ভগত। ছবির সাকসেস পার্টিতে এসে জানালেন চেতন।


চাপে ভয়ে ছিলেন প্রযোজক একতা কাপুরও। তাঁর প্রযোজিত শেষ পাঁচটি ছবি পর পর ফ্লপ। ১০ দিনে ছবি হাফ সেঞ্চুরি করে ফেলেছে। তাই তরতাজা মেজাজে পার্টিতে অর্জুন, শ্রদ্ধা। পার্টিতে একে একে এলেন করণ জোহর, সুশান্ত সিং ,রাজকুমার রাও সহ বালাজি পরিবারের নিকট বন্ধুরা।