ওয়েব ডেস্ক: আজ ২৭ নভেম্বর। জন্মদিন দেশের এক কিংবদন্তি সুরকারের। অলোকেশ লাহিড়ীর। যদিও এ নামে তাঁকে আর কজন চেনেন! তাঁকে গোটা সঙ্গীত জগত চেনে বাপি লাহিড়ী নামেই। আজ তাঁর জন্মদিনে জেনে নিন, তাঁর সম্পর্কে ৫ টি অজানা তথ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) বাপি লাহিড়ীর জন্ম হয় জলপাইগুড়িতে। মাত্র ৩ বছর বয়স থেকেই তিনি তবলা বাজানো শুরু করেন।


২) তিনি প্রথম বাংলা ছবিতে সুরকার হিসেবে কাজ করেন দাদু ছবিতে। দাদু মুক্তি পেয়েছিল ১৯৭২ সালে।


৩) মাত্র ১৯ বছর বয়সেই বাপি লাহিড়ী মুম্বই পাড়ি দেন। আর ১৯৭৩ সালে প্রথম হিন্দি ফিল্ম নানহা শিকারীতে সুরকার হিসেবে কাজ করেন।


৪) ১৯৭৬ সালে চলতে চলতে ফিল্ম থেকেই সুরকার হিসেবে খ্যাতি লাভ করেন তিনি।


৫) বাপি লাহিড়ী প্রথম সুরকার হিসেবে বেজিংয়ে 'চায়না অ্যাওয়ার্ড' জেতেন।