ওয়েব ডেস্ক: আজ ৯ জানুয়ারি। জন্মদিন ফারহান আখতারের। ১৯৭৪ সালের ৯ জানুয়ারি জন্ম হয়েছিল ফারহানের। আজ তাঁকে জন্মদিনে শুভেচ্ছাও জানান। আর জেনে নিন তাঁর সম্পর্কে ৫ টি তথ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ফারহান আখতারও আম ভারতবাসীর মতো শোলে ফিল্মের ভক্ত। তিনি অন্তত ৫০ বার এই ফিল্মটি দেখেছেন। কিন্তু, শোলের থেকেও তাঁর কাছে প্রিয় সিনেমা দিওয়ার!


২) দিল চাহতা হ্যায়ের মাধ্যেম বলিউডে জনপ্রিয়তা পান ফারহান। কিন্তু এর আগে ১৯৯১ সালে লমহে এবং ১৯৯৭ সালে হিমালয় পূত্র ফিল্মে অ্যাসিসটেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি।



৩) ফারহানের মা শাবানা আজমি একদিন রেগে গিয়ে বলেন, এবার তুমি জীবনে কিছু করো, নাহলে বাড়ির বাইরে বার করে দেব। ব্যাস, এক বকুনিতেই কাজ। ফারহান লিখে ফেলেন দিল চাহতা হ্যায়।



৪) ফারহান আখতারের ফিল্ম কেরিয়ার যতই ভালো হোক, তাঁর অ্যাকাডেমিক কেরিয়ার কিন্তু মোটেই তেমন ভালো নয়। কারণ, ফারহান গ্র্যাজুয়েটও নন।



৫) ফারহান গাড়ি চালাতে শেখেন অনেক পরে। ২২ বছর বয়সে তিনি গাড়ি চালানো শেখেন। আর বাইক চালানো শেখেন কার্তিক কলিং কার্তিক ফিল্মের শুটিং করতে গিয়ে।