স্বরূপ দত্ত


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ জন্মদিন দক্ষিণের সুপার স্টার পবণ কুমারের। তিনি একাধারে অভিনেতা, চিত্রনাট্য লেখেন। ছবি প্রযোজনা করেন আবার পরিচালনা করেন এবং একজন রাজনীতিবিদও! একই মানুষ। কিন্তু কত কাজ করেন। আর সবকটিতেই তিনি সফল। এছাড়াও পবন দক্ষিণের আর এক সুপার স্টার চিরঞ্জীবীর ভাইও বটে। আজ পবনের জন্মদিনে তাঁর সম্পর্কে জেনে নিন কয়েকটা জিনিস। আর সঙ্গে দেথে নিন কয়েকটা ছবি। আপনি এর পর থেকে পবনের প্রেমে না পরলেও তাঁকে ভালো লাগবে নিশ্চয়ই।


১) ২০১৩ সালের হিসেব অনুযায়ীও ফোর্বসের ধনীদের তালিকায় পবন কল্যাণ ছিলেন ২৬ নম্বরে! হ্যাঁ, প্রথম  ১০০-তে ২৬! মন্দ নয়, কী বলেন?



২) ২০১৪-এর লোকসভা নির্বাচনের আগে দেশের সমস্ত প্রার্থীদের মধ্যে পবন কল্যানের জন্যই গুগলে সবথেকে বেশি সার্চ হয়েছিল!



৩) পবনের বয়স এখন ৪৬ বছর।এরমধ্যেই পবন তিন-তিনটে বিয়ে করে ফেলেছেন! তাঁর তিন স্ত্রীর নাম হল, নন্দীনী, রেণু দেশাই এবং এখন আনা লেজনেভা!



৪) পবন কল্যাণের ক্যারাটেতে ব্ল্যাক বেল্টও রয়েছে!



৫) ২০১২-এর লন্ডন অলিম্পিকের আগে ভারতীয় শুটার রেখা চালিচেমিলাকে ৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছিলেন। হুদহুদ সাইক্লোনের পরও তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা দিয়েছিলেন। এরকমই পবনের কল্যাণমূলক কাজের উদাহরণ অনেক!



আরও পড়ুন কম কথা বলে এত বেশি রোজগার!