ওয়েব ডেস্ক: আজ ২৬ মার্চ। আজকের দিনেই ১৯৬৫ সালে জন্ম হয়েছিল তাঁর। ভারতীয় সিনেমা তাঁকে আজকের দিনে গোটা ভারতীয় সিনেমা চেনে প্রকাশ রাজ নামে। আজ তাঁর জন্মদিনে জেনে নিন এমন কয়েকটি তথ্য, যেগুলো আপনি জানেন না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) প্রকাশ রাজ তাঁর কেরিয়ার শুরু করেছিলেন রোজ রাতে থিয়েটারে অভিনয় করে। এর জন্য় তিনি সারা মাসে পেতেন মাত্র ৩০০ টাকা!


২) ২০০০ এরও বেশি পথনাটকিয়ায় অভিনয় করেছেন প্রকাশ রাজ।


৩) প্রকাশ রাজের স্ত্রী ললিতা কুমারীও দক্ষিণের খুব বিখ্যাত অভিনেত্রী।


৪) প্রকাশ রাও এখন চেন্নাইতে থাকলেও, তাঁর জন্ম হয়েছিল কর্নাটকের বেঙ্গালুরুতে।


৫) প্রকাশ রাও কন্নড় ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম এবং মারাঠি ভাষায় অনর্গল কথা বলতে পারেন।