নিজস্ব প্রতিবেদন: বিয়ের চার বছর পূর্তি উপলক্ষে বেড়াতে যাচ্ছিলেন। বেড়াতে যাওয়ার আগে বিমানবন্দরে দেখা যায় হরভজন সিং এবং গীতা বসরাকে। বিমানবন্দরে মেয়েকে কোলে নিয়ে হাঁটতে দেখা যায় হরভজন সিংকে। অন্যদিকে, সালওয়ার কামিজ পরে হরভজনের পিছনে হেঁটে আসতে দেখা যায় গীতাকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন :  খোলামেলা পোশাকে দীপাবলি পার্টিতে আগুন ঝরালেন নিয়া, দেখুন ভিডিয়ো



হরভজন এবং গীতার ওই ছবি এবং ভিডিয়ো দেখার পর থেকেই শুরু হয় জোর সমালোচনা। বলিউড অভিনেত্রী গীতা বসরাকে দেখে চেনাই যাচ্ছে না বলে কেউ মন্তব্য করতে শুরু করেন। আবার কেউ বলতে শুরু করেন, মেকআপ ছাড়া বলিউড অভিনেত্রীদের দেখত কেমন, তা প্রমাণিত হয়ে গেল। আবার কেউ বলতে শুরু করেন, গীতা বসরা বোধ হয় মেকআপ করতে ভুলে গিয়েছেন। সবকিছু মিলিয়ে, বিবাহবার্ষীকি উপলক্ষে হরভজন সিং এবং গীতা বসরার ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়তে শুরু করেন বলিউডের এই অভিনেত্রী।
যদিও সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করতে শোনা যায়নি গীতা বসরাকে।