জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিনি মিউজিক অ্যান্ড এন্টারটেন্টমেন্ট ম্য়াগাজিন বিলবোর্ড। তাদের অফিসিয়াল ওয়েবাসাইটে যদি ঢুঁ মারা যায়, তাহলে দেখা যাবে যে, স্পটিফাই বলছে, ২০২৩ সালের 'মোস্ট স্ট্রিমড' গায়িকার নাম টেলর সুইফট (Taylor Swift)। স্ট্রিম কাউন্ট ২৬.১ বিলিয়ন! এত বেশি বার বিশ্বের কোনও গায়ক বা গায়িকাকে এর আগে স্ট্রিম করে শোনেননি শ্রোতারা। হ্যাঁ এটাই টেলর। যাঁর কনসার্টের জন্য় ভূমিকম্প হয়, এমনকী যাঁর কনসার্ট জুড়ে একটা সিনেমা পর্যন্ত হয়ে যায়। বোঝাই যাচ্ছে কেন তিনি 'গ্লোবাল সেনসেশন'! পপ আইকনের এমনই প্রভাব। বছর বা দশকের হিসেবে নয়, শতকের নিরিখি টেলরের বিচার হয়। ১২টি গ্র্যামি, ১৪টি এমটিভি ভিডিয়ো মিউজিক অ্যাওয়ার্ডের সঙ্গেই টেলরের ঝুলিতে আছে প্রায় শতাধিক গিনেস বিশ্বরেকর্ড! এহেন টেলর যুগ নড়িয়ে দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে (Harvard University) বিশ্বের প্রথমসারির এই বিশ্ববিদ্যালয় ঠিক করেছে যে, এবার তাদের কোর্স হবে টেলর সুইফটকে নিয়ে! হ্য়াঁ, ঠিকই পড়লেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Taylor Swift: ৮২ লক্ষ করে দিলেন ৫০ ট্রাক ড্রাইভারকে! পেলেন গায়িকার বিশেষ কাজ করার পুরস্কার



'ইংলিশ ১৮৩টিএস টেলর সুইফট অ্যান্ড হার ওয়ার্ল্ড' শীর্ষক কোর্স চালু হয়ে যাবে আগামী বছর বসন্তকালীন শিক্ষাবর্ষে। হার্ভার্ডের ইংরেজি বিভাগের এই কোর্সের পরিচালনায়। যেখানে টেলরের সারা বিশ্ব জোড়া প্রভাব এবং তাঁর ঝড় তোলা সঙ্গীত নিয়েই পড়াশোনার সুযোগ থাকবে পড়ুয়াদের কাছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কিন্তু প্রথম নয়, এর আগে ইউনিভার্সিটি অফ মেলবোর্ন জানিয়েছে যে, 'সুইফটপোসিয়াম' নামে তারা কোর্স শুরু করবে। সেখানে শুধুই টেলরের প্রভাব, সঙ্গীত নিয়েই পড়ুয়ারা পড়াশোনার সুযোগ পাবেন না। সেই কোর্স আরও বিস্তৃত। যেখানে মিউজিক ইন্ডাস্ট্রি, সংস্কৃতি এবং অর্থনীতিতে মেগাস্টারের প্রভাবও থাকবে। টেলর পাশ্চাত্য সঙ্গীত সাম্রাজ্যের অন্যতম সম্রাজ্ঞী। সুরের সাগরে তাঁর গলা মিঠে হাওয়ার মতোই। এহেন টেলর গতবছর ১৭ মার্চ থেকে শুরু করেছেন ম্যারাথন কনসার্ট 'দ্য এরাস ট্যুর'। চলবে আগামী বছর ১৭ অগস্ট পর্যন্ত। এক বছরেরও বেশি সময় ধরে চলা ট্যুরে টেলর পাঁচটি মহাদেশ ঘুরে ১৩১টি শো করার পরিকল্পনা করেছেন। ২০১৮ সালে রেপুটেশন স্টেডিয়াম ট্যুরের পর এটাই টেলরের সবচেয়ে ব্যয়বহুল ট্যুর। টেলর এখনও পর্যন্ত মোট ১০টি অ্যালবাম প্রকাশ করেছেন। মূলত প্রতিটি অ্যালবামের বাছাই করা গানই গাইছেন তিনি।


আরও পড়ুন: Randeep Hooda Wedding: মণিপুরী মহাকাব্যিক বিয়ে! চারহাত এক হল রণদীপ-লিনের...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)