নিজস্ব প্রতিবেদন: নিউ ইয়র্কে প্রায় টানা এক বছর ধরে চলা চিকিৎসায় এখন ক্যান্সার মুক্ত ঋষি কাপুর। খুব শীঘ্রই হয়ত দেশেও ফিরে আসবেন, তবে ক্যান্সারের লড়াই মোটেও সহজ ছিল না, সেকথা নিজেই খোলসা করেছিলেন অভিনেতা। তবে বাবার ক্যান্সারের খবর পেয়ে কী প্রতিক্রিয়া হয়েছিল ছেলে রণবীর কাপুরের? সম্প্রতি এবিষয়েই মুখ খুলেছেন নীতু সিং কাপুর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাবার ক্যান্সারের খবর পেয়ে ছেলে রণবীরের প্রতিক্রিয়া কী ছিল, এবিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নীতু সিং কাপুর বলেন, ''রণবীরকে ডেকে আমি প্রথমে বলি, তোমাকে কিছু কথা জানানোর আছে। তারপরে পুরো বিষয়টা ওকে জানাই, শুনে ও কেঁদে ফেলেছিল। ও প্রথমে বিষয়টা মানতেই পারছিল, এভাবেই টানা এক ঘণ্টা সময় কেটে যায়, তারপর ও বলে এবার এটার সঙ্গে লড়াই করতেই হবে। '' নীতু কাপুর আরও জানান, তাঁর প্রথমে দিল্লি পরে নিউ ইয়র্কে চিকিৎসার জন্য উড়ে যান। এদিকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ঋষি কাপুর তাঁর শিশুর মতোই ব্যবহার করতেন বলেও মন্তব্য করেন নীতু। 


আরও পড়ুন-অক্ষয়ের জন্য সব করতে পারেন! গুজরাত থেকে হেঁটেই মুম্বই পৌঁছলেন এই ভক্ত, কেন এমন করলেন? অক্ষয়ের প্রশ্ন এই জবাব দিলেন ভক্ত...


ক্যান্সারের লড়াইয়ে ছেলে রণবীর কীভাবে পাশে ছিল সে প্রসঙ্গে ঋষি কাপুর বলেন, ''নিউ ইয়র্কে গেলে রণবীর প্রায় ৪ থেকে ৫ বার হাসপাতালে যাতায়াত করতো। একসঙ্গে খাওয়া থেকে সবসময়ই ও আমাদের সঙ্গে কাটানোর চেষ্টা করতো। ''



বেশকিছুদিন আগে 'মুম্বই মিরর'কে দেওয়া এক সাক্ষাৎকারে ঋষি কাপুর জানিয়েছিলেন, ''এটা আমার জন্য ভীষণই কঠিন সময়। তবে আমার স্ত্রী নীতু আমার দুই সন্তান রণবীর ও ঋদ্ধিমা আমার পাশে সব সময় রয়েছে। আমি ওদের কাছে কৃতজ্ঞ। আমি দেশে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার শেষ চিকিৎসার পর আর ৫ থেকে ৬ সপ্তাহ আমাকে এখানেই (আমেরিকা) থাকতে হবে। আমার এই চিকিৎসাকে বলে কনসলিডেশন বা পুশব্যাক। যেখানে আমাকে কেমোথেরাপির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যাতে এই ব্য়াধি আর আমার শরীরে ফিরে না আসে। এই নিয়ে দ্বিতীয়বার আমার এই চিকিৎসা হচ্ছে। '' 


আরও পড়ুন-অস্ট্রিয়াতে গিয়ে অর্জুনেই মজে মালাইকা, একান্ত মুহূর্তের ছবি ভাইরাল