সুশান্তের বাবার বয়ান রেকর্ডের পরই ফরিদাবাদের বাড়িতে কড়া নিরাপত্তা
ফরিদাবাদেই রয়েছেন সুশান্তের বাবা
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুত মামলায় তদন্ত শুরু করল সিবিআই। সোমবার বয়ান রেকর্ড করা হয় প্রয়াত অভিনেতার বাবা কে কে সিংয়ের। ফরিদাবাদে গিয়ে সুশান্তের বাবার বয়ান রেকর্ড করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সুশান্তের বাবার বয়ান রেকর্ডের পরই তাঁর জামাইবাবুর বাড়ির চারপাশে জারি করা হয় কড়া নিরাপত্তা।
সুশান্তের জামাইবাবু ও পি সিং ফরিদাবাদের পুলিস কমিশনার। সেই অনুযায়ী, সুশান্তের মৃত্যুর পরপরই তাঁর বাবাকে নিয়ে যাওয়া হয় ফরিদাবাদের বাড়িতে। আপাতত বড় মেয়ে এবং জামাইয়ের কাছেই রয়েছেন সুশান্তের বাবা। সেখানে গিয়েই সিবিআই আধিকারিকরা তাঁর বয়ান রেকর্ড করেন।
আরও পড়ুন : প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডির দফতর থেকে বের হলেন রিয়া চক্রবর্তী
প্রসঙ্গত, সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন রিয়া চক্রবর্তী। অভিনেত্রীর বাবা এবং ভাইও হাজির হন সেখানে জিজ্ঞাসাবাদের জন্য। রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীকেও টানা কয়েক ঘণ্টা ধরে সোমবার জিজ্ঞাসাবাদ করেন ইডি অফিসাররা। তবে কী কী বিষয় নিয়ে রিয়া এবং বাবা, ভাই ও প্রাক্তন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে বিষয়ে জানা যায়নি কিছু।