নিজস্ব প্রতিবেদন : ‘ওম জয় জগদীশ’, ‘হে বেবি’, ‘নো এন্ট্রি’-র মত বলিউডে একাধিক হিট দিয়েছেন তিনি। পাশাপাশি কখনও নেশাগ্রস্থ হয়ে আবার কখনও মাদকাসক্ত হয়ে রয়েছে তাঁর বিতর্কিত জীবনের ঝাঁজও। যা নিয়ে প্রায় সব সময়ই ‘লাইমলাইটে’ থাকতেন বলিউড অভিনেতা ফারদিন খান। কিন্তু, বেশ কয়েক বছর ধরেই রুপোলি পর্দার বাইরে বলিউডের এই নায়ক। রুপোলি পর্দায় ফারদিনের ‘অন্তর্ধান’ নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে একাধিক প্রশ্নও। কিন্তু, বর্তমানে ফারদিন খান-কে কেমন দেখতে হয়েছে জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : রণবীর সিং-কে বিয়ে করছেন না দীপিকা পাডুকন?


সম্প্রতি ক্যামরার ফ্ল্যাশে ধরা পড়েন ফারদিন। যেখানে একদম ক্যাজুয়াল পোশাকে দেখা যায় অভিনেতাকে। সেই সঙ্গে চোখে পড়ে তাঁর ছোট্ট ‘পনিটেল’-টিও। কিন্তু, নায়কোচিতভাবে তাঁকে না দেখা গেলেও, ফ্ল্যাশের সামনে বেশ হাসি মুখেই দেখা যায় ফারদিনকে। দেখুন ফারদিন খানের সেই নয়া লুক..




বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজের মেয়ে নাতাশাকে বিয়ে করেন ফারদিন খান। ২০০৫ সালের ১৪ ডিসেম্বর নাতাশা মাধবনীকে বিয়ে করেন বলিউডের এই অভিনেতা। মুম্বইয়ের আম্বি ভ্যালিতে বসে ফারদিন এবং নাতাশার বিয়ের আসর। দিয়ানি এবং আজারিয়াস নামে তাঁদের দুই সন্তানও রয়েছে।