নিজস্ব প্রতিবেদন : শ্রীদেবীর মৃত্যু রহস্যে নয়া মোড়। শ্রীদেবীর মৃত্যু নিয়ে নানান প্রশ্ন উঠে এলেও অদ্ভুতভাবে শ্রীদেবীর বোন সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা কেন চুপ? এ প্রশ্ন ছিলই। এবার সেই প্রশ্নই নতুন করে ফের উঠে আসছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডেকান ক্রনিক্যাল সূত্রে খবর, শ্রীদেবীর মৃত্যুর আগে, এমনকি বনি কাপুরও হোটেলে পৌঁছনোর আগে অভিনেত্রীর সঙ্গে দেখা করেছিলেন তাঁর একমাত্র বোন শ্রীলথা। তবে 'শ্রী'র মৃত্যুর পর থেকে একটি বারের জন্যও দেখা মেলেনি তাঁর। অদ্ভুতভাবে তিনি অভিনেত্রীর মৃত্যুর পর থেকে অদৃশ্য রয়েছেন। ডেকান ক্রনিক্যালের বিশেষ সূত্রে জানা গিয়েছে, শ্রীদেবীর মৃত্যু নিয়ে শ্রীলথাকে কাপুর পরিবারের তরফেই এক্কেবারে চুপ থাকতে বলা হয়েছে। এমনকি তাঁর নামে নাকি অভিনেত্রীর চেন্নাইয়ের বাংলোটি লিখে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বনি কাপুর।


এদিকে জানা যায় এককালে শ্রীদেবীর সঙ্গে শ্রীলথার সম্পর্ক ভীষণই ঘনিষ্ঠ ছিল। তবে ৯ এর দশকে সিনেমা জগতে কেরিয়ার শুরুর পর বোনের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সম্পর্ক তিক্ত হয় শ্রীর। শোনা যায় কেরিয়ার শুরু প্রথম দিকে বেশকিছু সম্পত্তি কিনে ছিলেন অভিনেত্রী। কর সংক্রান্ত ঝামেলা এড়াতে সেগুলি তাঁর মায়ের নামে রেজিস্ট্রি করানো হয়। আর সেই সম্পত্তির ভাগ বোন চাইলে দুই বোনের সম্পর্কের অবনতি হয়। পরবর্তীকালে ২০১৩ সালে ফের জোড়া লাগে দুই বোন শ্রীদেবী-শ্রীলথার সম্পর্ক।


অন্যদিকে রবিবারই চেন্নাইতে বনি কাপুরের তরফে শ্রীদেবীর উদ্দেশ্যে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন শুধুমাত্র শ্রীদেবীর ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু-বান্ধবরা। তবে সেখানে অভিনেত্রীর বোন শ্রীলথা থাকবেন কিনা জানা নেই।