জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী বছরের শুরুতেই বাংলাদেশের দ্বাদশ সংসদীয় নির্বাচন(Bangladesh 12th parliamentary election)। যদিও শেষ নির্বাচনে হিরো আলম(Hero Alom) জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর নির্বাচন লড়বেন না। কিন্তু ফের বাংলাদেশে সংসদীয় নির্বাচনে ভোটে দাঁড়ান তিনি। কেন এই সিদ্ধান্ত? রবিবার এক সংবাদ সম্মেলনে আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, নির্বাচন কতটা সুষ্ঠু হয় সেটা দেখানোর জন্যও একজন লোক থাকা প্রয়োজন। আমি হচ্ছি সেই। কিন্তু আমি যেকোনও সময় নির্বাচন থেকে সরে যেতে পারি। একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থী প্রত্যাহারের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়’।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Shah Rukh Khan on Dunki: ‘পাঠান ছিল দর্শকের জন্য, কিন্তু ডাঙ্কি নিজের জন্য’, অকপট শাহরুখ


হিরো আলম বলেন, ‘আমি প্রার্থীপদ প্রত্যাহার করব না। আপনারা নিশ্চয়ই বলবেন কেন করব না? আপনারাই হিরো আলমকে হিরো বানিয়েছেন এবং আপনারাই আবার হিরো আলমকে জিরো বানিয়ে আপনারাই বলেছেন হিরো আলম টাকা খেয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছে। মার খাওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছে। কিন্তু না। আমি এর আগেও নির্বাচন করেছি’।


তিনি বলেন, ‘হিরো আলম অন্যায়ের প্রতিবাদের প্রতীক হিসেবে নির্বাচন করেছিল। এই নির্বাচন পুরোটাই সরকারের সাজানো নির্বাচন। এই নির্বাচনে মারামারি হওয়ার কোনও আশঙ্কা নাই। এই নির্বাচন কতটা সুষ্ঠু হয়, সেটা দেখানোর মতো যারা স্বতন্ত্র প্রার্থী আছে, তারা কেউ নেই। এই নির্বাচন থেকে আমি যে কোনও সময় নিজেকে প্রত্যাহার করতে পারি। নির্বাচনে টিকে থাকাটাই বড় কথা। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং দেখবেন এই নির্বাচনে কীভাবে জোর করে সিল মারে’।


আরও পড়ুন- Mahiya Mahi: লরি নিয়ে ভোটে লড়ছেন মাহিয়া মাহি...


নিজের প্রার্থীপদ বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা সবাই বলেন আমি ভোটের দিন প্রার্থিতা উইথড্র করবো। কেন উইথড্র করতে চেয়েছি? এই যে পাতানো নির্বাচন, সারা বাংলাদেশের কেউ নির্বাচনে আসতেছে না। তারা কেন আসতেছে না, তারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে এই পাতানো নির্বাচনে তারা (আওয়ামী লীগ) প্রতিটা আসন ভাগ করে নিয়েছে। এই নির্বাচনে অংশ নিলে লাভের কোনও প্রশ্নই আসে না। আমি আজ বলেছিলাম, এই নির্বাচনে আমি প্রার্থিতা উইথড্র করব। তার কারণ হচ্ছে নির্বাচন করে আমি অনেক মার খেয়েছি, লাঞ্ছিত হয়েছি। শুরুতে ভেবেছিলাম এই নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন। আমি দুই দিন আগে নিজেই বলেছিলাম, আপনারা নির্বাচনে আসেন’।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)