`ধর্মকে সম্মান করুন`, বিকিনি পরায় আক্রমণ হিনা খানকে
কী ধরনের পোশাক পরেছেন বলেও প্রশ্ন করা হয় হিনাকে
নিজস্ব প্রতিবেদন : গোয়ায় গিয়েছিলেন বয়ফ্রেন্ড রকি জয়সওয়ালের সঙ্গে। আর সেখানে গিয়ে কালো মনোকিনি পরে ছবি শেয়ার করেন হিনা খান। কখনও পুলে বসে নিজের বিকিনি ছবি শেয়ার করেন হিনা, আবার কখনও মনোকিনি পরে রকির সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় হিনাকে। আর এরপরই আক্রমণের মুখে পড়তে হয় বিগ বসের প্রাক্তন প্রতিযোগীকে।
আরও পড়ুন : জীবন-মৃত্যুর দোলাচল, তার মাঝেই 'কঠিন' ইরফান
হিনা কীভাবে ওই ধরনের ছবি শেয়ার করলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এটা কী ধরনের পোশাক এবং ছবি বলেও তোলা হয় প্রশ্ন। পাশাপাশি ‘আমাদের ধর্মের উপর সম্মান প্রদর্শন করুন’ বলেও আক্রমণ করা হয় হিনাকে। সেই সঙ্গে চলে অপমান। যদিও, আক্রমণের মুখোমুখি হয়েও এ বিষয়ে টু শব্দও করেননি হিনা খান।
আরও পড়ুন : আলিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে 'তামাশা' করবেন না, খেপে গেলেন রণবীর
দেখুন হিনার সেই ছবি ও ভিডিও..
‘ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায়’-এর ‘অক্ষরা’ বউমা থেকে বিগ বসের ঘরে হাজির হন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু, শেষ লপ্তে গিয়ে শিল্পা শিন্দের কাছে পরাজিত হন হিনা খান। কিন্তু, বসের ঘর থেকে বেরোনোর পর থেকে অব্যাহত হিনা খানের জনপ্রিয়তা।