নিজস্ব প্রতিবেদন : মুক্তি পেল  হিনা খানের নতুন সিনেমা হ্যাকড-এর গান 'তু যো মিলি'।  জিত গঙ্গোপাধ্য়ায়ের সুরে তু যো মিলি শোনা যাচ্ছে ইয়াসির দেশাইয়ের গলায়। 
পরিচালক বিক্রম ভাটের এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। পাশাপাশি এই সিনেমায় এক্কেবারে অন্যরকম লুকে দর্শকদের সামনে হাজির হচ্ছেন হিনা খান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : জোর করে অশ্লীল ভিডিয়ো দেখাতেন, মহিলা সহকর্মীর অভিযোগে পালটা মুখ খুললেন গণেশ আচার্য


দেখুন...



তু যো মিলি-তে হিনা খান যে উত্তাপ ছড়াতে শুরু করেছেন, তা স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী। একজন স্টকার কীভাবে হিনার জীবন শেষ করে দিতে পারেন, তা স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে হিনা খানের এই সিনেমা। বলিউডে পা রেখে হিনা খান কি এবার প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নিজের নাম লিখিয়ে নেবেন, তা অবশ্য সময়ই বলবে।


আরও পড়ুন : নেকলাইন পোশাকে মোনালিসা; প্রিয়াঙ্কা, দীপিকাকে পাল্লা দিচ্ছেন বাঙালি অভিনেত্রী!


টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ইয়ে রিসতা ক্যা কহেলতা হে থেকে বেরিয়ে বিগ বসের ঘরে হাজির হন হিনা খান। সলমন খানের রিয়েলিটি শো থেকে জনপ্রিয়তার দৌলতে এরপর বিক্রম ভাটের সিনেমায় অভিনয়ের সুযোগ পান হিনা। বিক্রম ভাটের সিনেমার আগে অরিজিত সিংয়ের অ্যালবামেও দেখা যায় হিনাকে। অরিজিত সিংয়ের এই অ্যালবামে বিগ বসের আরও এক প্রতিযোগী প্রিয়াঙ্ক শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন হিনা খান।