নিজস্ব প্রতিবেদন:  SVF-এর ওয়েব প্ল্যাটফর্ম 'হইচই'-এ মুক্তি পেতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াৎ রশিদ মিথিলা অভিনীত ওয়েব সিরিজ 'একাত্তর'। নাম শুনেই বোঝা যাচ্ছে এই ওয়েব সিরিজের বিষয়বস্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলাদেশের ওয়েব সিরিজটিতে মিথিলা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, নুসরত ইমরোজ তিশা, মোস্তফা মনোয়ার, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিন সহ আরও অনেকে। 'একাত্তর' ওয়েব সিরিজটির পরিচালনায় রয়েছেন তানিম নূর। প্রসঙ্গত, সেই অর্থে ওয়েব সিরিজে এটাই মিথিলার প্রথম অভিনয়।


আরও পড়ুন-'থালাইভি'র জন্য ২০ কেজি ওজন বাড়িয়েছেন, এবার ওজন কমানোর পালা কঙ্গনার



‘হইচই’র পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ এটি তাদের অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে। আগামী ৫ মার্চ রাজধানীর একটি মিলনায়তনে এর কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন পরিচালক ও প্রযোজক। আর ওইদিনই প্রকাশ হবে এর ট্রেলার।


আরও পড়ুন-মাটির উনুনে নিজের হাতে পিঠে বানালেন জয়া আহসান, ভাইরাল ভিডিয়ো