জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হলিউডে(Hollywood) বাড়ছে অস্থিরতা। এবার ওয়ার্ক আউটের মুখে অভিনেতারা। শুরু হতে পারে ধর্মঘট। হলিউডের অভিনেতা ইউনিয়নের নাম স্যাগ-আফট্রা, এই ইউনিয়নের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় এক লাখ ষাট হাজার অভিনেতা। সম্প্রতি বেতনবৃদ্ধির দাবি করতে থাকেন তাঁরা। অভিনেতাদের দাবি, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি অভিনেতাদের ন্যায্য টাকা দেয় না। সাধারণত কোনো ছবি বা সিরিয়াল যখন মার্কিন টেলিভিশনে দেখানো হয়, তখন সেই ছবির জনপ্রিয়তার উপর নির্ভর করে আলাদা করে ইনসেনটিভ দেওয়া হয় অভিনেতাদের। ছবি বা টিভি শো থেকে পেলেও ওটিটি থেকে সেই আয় হচ্ছে না তাঁদের।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Shiboprasad-Nandita | Abir Chatterjee: প্রথমবার রাষ্ট্রপতি ভবনে বাংলা সিনেমার শ্যুটিং, দিল্লিতে শিবপ্রসাদ-নন্দিতার ফ্রেমে আবীর...


অভিনেতাদের আয়ের একটা বড় অংশ আসে এই ইনসেনটিভ থেকে। তবে অভিনেতাদের অভিযোগ, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো কোন ছবি কেমন চলছে, কত ভিউ হচ্ছে, সেই থেকে কত টাকা আয় করছে ছবি, তার নির্দিষ্ট কোনও তথ্য প্রকাশ করা হয় না ও কাজের জন্য ইনসেনটিভ দেওয়া হয় না। ইউনিয়নের দাবি, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিকেও সেই ইনসেনটিভ দিতে হবে। ইউনিয়নের অভিযোগ, এবিষয়ে প্রথমে তাঁরা স্টুডিও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করেন কিন্তু স্টুডিও কর্তৃপক্ষ তাঁদের কথায় কর্ণপাত করেনি। উপরন্তু তাঁরা সেই খবর ফাঁস করে দিয়েছে বাইরে। তাই প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছে ইউনিয়ন, বুধবার রাতে সেই বৈঠকে বসার কথা।


আরও পড়ুন- Jawan: শাহরুখের আদলে তৈরি, মুখে নাইট রাইডার্সের গান, ভাইরাল ‘জওয়ান’ পুতুল...


বৈঠকে কি সিদ্ধান্ত হয়, তার উপরেই নির্ভর করবে যে আদৌ ধর্মঘটের পথে হাঁটবে হলিউড, নাকি অন্য কোনও মধ্যপন্থা বাছা হবে। এর আগে, গত মে মাস থেকে হলিউডের লেখকরা ধর্মঘট শুরু করেন। সবমিলিয়ে প্রায় সাড়ে এগারো হাজার গল্পকার ও চিত্রনাট্যকার একসঙ্গে ধর্মঘটে নেমেছেন। বেতনবৃদ্ধিসহ একাধিক দাবি করেন তাঁরা। অভিনেতাদের বৈঠকে যে লেখকদের প্রসঙ্গও উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। ১৯৬০ সালের পর হলিউডে এমন ধর্মঘট হয়নি। ধর্মঘট চলতে থাকলে ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন সিনেবিশেষজ্ঞরা। তবে সবটাই নির্ভর করছে বৈঠকের পর।


 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)