নিজস্ব প্রতিবেদন: অভিনেতা হিসাবে তাঁকে চেনেন দর্শক, তবে তাঁর মধ্যে লুকিয়ে ছিল এক পরিচালক সত্ত্বা। সৌম্যজিৎ মজুমদারের নতুন ছবি ‘হোম কামিং’। ওটিটি (OTT) প্ল্যাটফর্মের জন্য তৈরি এই নতুন ছবির ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলেছে। অভিনয়ে সোহম মজুমদার (Soham Majumdar), তুহিনা দাস (Tuhina Das) , সায়নী গুপ্ত (Sayani Gupta) , পূজারিনী (Pujarini Ghosh), তুষার পাণ্ডে (Tushar Pandey) ও প্লাবিতা বরঠাকুর (Plabita Borthakur) সহ আরও অনেকে। ছেলেবেলা থেকে বাদল সরকারের নাটক পড়ে বড় হয়েছেন, সেই নস্টালজিয়া কাজ করত পরিচালকেরও, তা থেকেই গল্পের ভাবনা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Mia Khalifa:মিয়া খালিফা প্রয়াত! মৃত্যু ঘিরে রহস্যের মাঝেই সামনে এল নয়া তথ্য


জি ২৪ ঘণ্টার তরফে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ‘আমার ছেলেবেলায় শহরের নাট্যদলগুলো বিভিন্ন বিষয়ের উপর নাটক মঞ্চস্থ করত। একে বলা হত কলকাতার ইউথ থিয়েটার মুভমেন্ট। ছবির মাধ্যমে বেপরোয়া মানুষদের শিকড়ের খোঁজে ফিরিয়ে আনাই ছিল মূল লক্ষ্য ছিল। এই গল্পও খানিকটা সেরকমই। একদল নাট্যকর্মী, তাঁরা যেখানে নাটকের মহড়া চালাতেন, সেই ঘটক বাড়ির নাতি সোহম মজুমদার। আগে ছিলেন নাটকের ব্যাকস্টেজ ম্যানেজার। ইঞ্জিনিয়ারিং নিতে ভবিষ্যত গড়তে বিদেশে চলে যান, হঠাৎই তাঁর কাছে বাড়ি বিক্রির খবর আসে। পুজোর মধ্য়েই ফিরে যান কলকাতায়। নবমীর রাতে হয় রিইউনিয়ন, সেই একরাতের গল্প, পুরোনো ক্যামেরায় শুটিং করা নাটকের মহড়া দেখেই সকলে নস্টালজিক, শিকড়ের টানেই এক ছাদের তলায় আসেন সকলে।’



পরিচালকের ২০১৭ থেকে ভাবনা-চিন্তা ছিল, নিজের প্রজন্মকে একটা গল্প বলতে চেয়েছিলেন তিনি, সেই তাগিদেই গল্প লেখা। দার্জিলিঙের তিনচুলেতে বসে শুরু করেন লেখা, এখন পরিচালকের কাছেই শুধু নয়, প্রত্যেকের কাছেই এটি প্যাশন প্রজেক্ট হয়ে উঠেছে। ছবির গল্প শুনিয়েছিলেন দুই প্রযোজককে, ছবি করতে রাজিও হন তাঁরা। ঠিক ছবির শুটিং শুরুর দুদিন আগে ব্যাক-আউট করেন। অগত্যা নিজেকেই প্রযোজনায় হাত পাকাতে হয়। প্রথম শিডিউল শেষ হওয়ার পরই লকডাউন হয়ে যায়, একবছর পর দ্বিতীয় শিডিউল শুরু করতে হয়। ৯০ মিনিটের টানা ছবি, নতুন ফরম্যাটে মুক্তি পাচ্ছে , যার নাম এপিসোডিক সিনেমা। ছবিতে ৩০ টি চরিত্র, প্রতি ৯ মিনিট অন্তর থাকবে চমক, যা ওয়েব সিরিজের মতই অভিজ্ঞতা দেবে দর্শককে।




টিটাগড়ের সাহেব কুঠিতে হয়েছে ছবির শুটিং। ছবির সঙ্গীত পরিচালক সমীর রাহাত। মিউজিকেও থাকছে চমক। বাংলার প্রথম ফিমেল রকস্টার মৌ সুলতানা (Mou Sultana) অনেকদিন পর প্লে-ব্যাক করলেন, দেব অরিজিতের সঙ্গীতায়োজনে নিধুবাবুর টপ্পা গেয়েছেন অরিজিৎ সিংয়ের বোন অমৃতা সিং। সাত্যকি ব্যানার্জি গেয়েছেন ভবা পাগলার লেখা একটি গান যা সকলের মন কেড়েছে। সোনি লাইভে ‘হোম কামিং’ ছবির স্ট্রিমিং শুরু হবে ১৮ ফেব্রুয়ারি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)