নিজস্ব প্রতিবেদন : অভিনেত্রী হওয়ার পাশাপাশি, আপাতত রাজনীতির মঞ্চেও আলোচিত হচ্ছে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) নাম। JNU কাণ্ডে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন দীপিকা। JNU-এর ক্যাম্পাসে ঐশী ঘোষ, কানহাইয়া কুমারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছেন দিপ্পিকে। এসবেরই মাঝে ভাইরাল হয়েছে দীপিকার একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো। যেখানে অভিনেত্রী নিজের মুখে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখাতে চেয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

DD News-কে দেওয়া দীপিকার এই সাক্ষাৎকারে ভিডিয়োটি অবশ্য বেশ পুরনো। যেখানে দীপিকা স্পষ্ট বলতে শোনা গিয়েছে, ''আমি যদিও রাজনীতির বিশেষ কিছুই বুঝি না। তবে TVতে যেটুকু দেখছি তাতে আমার মনে হয়েছে রাহুল গান্ধী যা কিছুই করছেন তাতে তিনি যুব সমাজের কাছে একটা উদাহরণ। আশাকরি ওনাকে একদিন প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পাব।'' 


আরও পড়ুন-বিজ্ঞাপনে 'ছত্রপতি শিবাজী'কে নিয়ে কৌতুকের অভিযোগ, আইনি জটিলতার অক্ষয়


ওই সাক্ষাৎকারেই দীপিকা আরো বলেন, ''আমার মনে হয় রাহুল গান্ধী যুব সমাজের সঙ্গে নিজেকে বেশ ভালোভাবে সংযুক্ত করেন, ওনার যে চিন্তাভাবনা সেটা একদিক থেকে ট্রাডিশনের সঙ্গে যুক্ত আবার ভবিষ্যতের কথা ভেবেও উনি কাজ করেন। তো আমার মনে হয় আমাদের দেশের জন্য উনি ভীষণ গুরুত্বপূর্ণ।'' নিজেই শুনে নিন দীপিকা ওই সাক্ষাৎকারে ঠিক কী বলেছিলেন...



আরও পড়ুন-শ্রাবন্তীর প্রেমে হাবুডুবু অবস্থা 'ছবিয়াল' শাশ্বতর!


যদিও দীপিকা (Deepika Padukone) এই সাক্ষাৎকারের ভিডিয়োটি অবশ্য বহু পুরনো। খুব সম্ভবত এটি ২০১০ সালে দেওয়া দিপ্পির সাক্ষাৎকারের ভিডিয়ো। মঙ্গলবারই দিপ্পিকে কানহাইয়া কুমার ঐশী ঘোষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে JNU-ক্যাম্পাসে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দাঁড়াতে দেখা গিয়েছে। সম্প্রতি এক জাতীয় TV চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী JNU হামলা প্রসঙ্গে বলেন, ''আমার গর্ব হচ্ছে যে আমরা ভয় পাই না। আমরা আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করছি, দেশের জন্য কথা বলছি। আমাদের দৃষ্টিভঙ্গি যেটাই হোক না কেন, আমার এটা ভেবেই ভালো লাগছে যে মানুষ রাস্তায় নামছে এবং নিজেদের বক্তব্য প্রকাশ করছে। আমার মনে হয় এটা খুব দরকার ছিল। যদি সমাজে আমরা কিছু পরিবর্তন আনতে চাই, তাহলে মুখ তো খুলতেই হবে।''