নিজস্ব প্রতিবেদন: মি টু নিয়ে এবার সরব হলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বলিউডে কি যৌন হেনস্থার মুখে পড়তে হয় অভিনেত্রীদের? সম্প্রতি বলিউডে যৌন হেনস্থা নিয়ে মুখ খোলেন কৃতি। 
তিনি বলেন, কোথাও কোনও যৌন হেনস্থার মতো ঘটনা ঘটলে, বিষয়টি নিয়ে তখনই প্রতিবাদ করা উচিত। যৌন হেনস্থার পর কখনও মুখ বন্ধ করে রাখা উচিত নয়। তিনি বরাবরই বিষয়টি নিয়ে প্রতিবাদ করার কথা বলেছেন বলে দাবি করেন 'হাউজফুল ৪'-এর অভিনেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন :  একসঙ্গে ৭ বছর, বিবাহবার্ষীকিতে ভাইরাল সইফ-করিনার বিয়ের ছবি
কৃতি আরও বলেন, তিনি কখনও এই ধরনের সমস্যার সম্মুখীন হননি, এক কথা ঠিক। কিন্তু কেউ এই ঘটনার মধ্যে পড়লে, দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। শুধু তাই নয়, যৌন হেনস্থার বিরুদ্ধে জোরদার আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলেও মনে করেন কৃতি। সে বলিউড হোক বা অন্য কোনও জায়গায়। এই ধরনের ঘটনার প্রতিবাদ সব সময় করা উচিত বলে মত প্রকাশ করেন অক্ষয় কুমারের নায়িকা।


আরও পড়ুন : মুম্বইয়ের পর উড়ে গেলেন দক্ষিণে, মালায়লম শোয়ে হাজির রানু, গাইলেন গান
সম্প্রতি মি টু নিয়ে তোলপাড় হয়ে যায় বলিউড। তনুশ্রী দত্ত থেকে বিদ্যা বালান কিংবা রাধিকা আপতে, বলিউডের একাধিক অভিনেত্রী বিভিন্ন সময় মুখ খোলেন যৌন হেনস্থার প্রতিবাদে।