নিজস্ব প্রতিবেদন : নতুন স্কুলে নিয়ে যেতে হবে ছেলেকে। তাই ‘ভির দি ওয়েডিং’-এর প্রমোশন বাতিল করেছেন। কিন্তু, তৈমুরকে নতুন স্কুলে নিয়ে যেতে যেভাবে বেগ পেতে হলো করিনা কাপুর খান-কে, তা কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল সাইটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : তৈমুরের স্কুল, ব্যস্ত করিনা বাতিল করলেন সিনেমার প্রমোশন


আগামী ১ জুন মুক্তি পাচ্ছে পরিচালক রিয়া কাপুরের সিনেমা ‘ভির দি ওয়েডিং’। মা হওয়ার পর রিয়া কাপুরের সিনেমা দিয়েই কামব্যাক করছেন বেবো। ফলে, ‘ভির দি ওয়েডিং’ নিয়ে উচ্ছ্বসিত করিনার ভক্তরা। কিন্তু, ছেলেকে নতুন স্কুলে নিয়ে যেতে হবে বলেই সম্প্রতি সিনেমার প্রমোশন বাতিল করেন বেবো বেগম। তৈমুরকে নিয়ে সোজা হাজির হন স্কুলে। কিন্তু, তৈমুরকে স্কুলের মধ্যেই নিয়ে যেতে যেভাবে বেগ পেতে হয় করিনাকে, তা মনে হয় কল্পনা করেননি বেগম সাহেবা।


আরও পড়ুন : এবার কি পালটে যাবে পরমেশ্বরীর জীবন?


মায়ের হাত ছেড়ে তৈমুর কখনও মাটিতে বসে পড়ে, আবার ন্যানির হাত ছেড়ে স্কুলের দরজার বাইরে বেরিয়ে আসে। অর্থাত, কোনওভাবেই যে পতৌদির ছোট্ট নবাবকে বাগে আনতে পারছিলেন না, তা এই ভিডিও থেকেই স্পষ্ট।


আরও পড়ুন : একে অন্যের চোখে যেন হারিয়েই গেলেন, বিয়ের পর প্রকাশ্যে রাজ-শুভশ্রীর নতুন ছবি


করিনা এবং তৈমুরের ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় মুহূর্তে। দেখুন সেই ভিডিও..