নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে দেশের রাজনীতি উত্তাল হয়েছিল। আর এবার রাজা রামমোহন রায়কে 'ব্রিটিশদের চামচা' 'দেশদ্রোহী' বলে বিতর্ক তৈরি করলেন অভিনেত্রী পায়েল রোহতগী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৫ মে ও ২৬ মে অভিনেত্রী তথা ২০০৮ এর 'বিগবস'-এর প্রতিযোগী পায়েল রোহতগী নিজের টুইটার হ্যান্ডেল 'পায়েল রোহতগী অ্যান্ড টিম ভক্তস অফ ভগবান রাম' লেখেন, ''রাজা রামমোহন রায় ব্রিটিশদের চামচা ছিলেন। সতীদাহ প্রথা রদ করতে ব্রিটিশরা রাজা রামমোহন রায়কে ব্যবহার করেছিল। সতীদাহপ্রথা কখনওই বাধ্যতামূলক ছিল না।মুঘল শাসকদের হাত থেকে হিন্দু মহিলাদের বাঁচাতেই সতীদাহপ্রথা চালু করা হয়েছিল। এটা সম্পূর্ণ মহিলারদের ইচ্ছার উপরই নির্ভর করত। সতীপ্রথা কখনও পশ্চাদমুখী কোনও প্রথা নয়। ''


আরও পড়ুন-যা রটে, তা ঘটে! মনের মানুষের হাত ধরে হৃদয়-বন্ধনের স্বীকারোক্তি নুসরতের




এখানেই শেষ নয়। সোশ্যাল মিডিয়ায় নিজেকে গর্বিত হিন্দু বলেও ব্যাখ্যা দিয়ে বেশকিছদিুন ধরে জহর ব্রত, সতীদাহ প্রথা নিয়ে হাজারও ব্যাখ্যা দিয়েছেন পায়েল। তবে পায়েলেরে এধরনের কথাবার্তায় বেজায় চটেছেন নেটিজেনরা। পায়েলকে পাল্টা আক্রমণ করতেও ছাড়েননি তাঁরা। কেউ লিখেছেন, '' একেই বলে অল্প বিদ্যা ভয়ংকরী।'' কেউ আবার লিখেছেন, ''পায়েল তো দেখছি ইতিহাসকেই বদলে দেবেন।'' কেউ আবার লিখেছেন, '' মোঘল শাসনাধীন না থেকে নেপালে কেন সতীদাহ প্রথা চালু ছিল? '' কেউ বলছেন ''পায়েল বাক স্বাধীনতার অধিকারের অপব্যবহার করছেন।'' দেখুন কে কী লিখেছেন...















এখানেই শেষ নয়, পায়েল রোহতগী টুইটার হ্যান্ডলে চোখ রাখলে বেশ বোঝা যায়, বেশকিছুদিন ধরেই তিনি বিভিন্ন বিষয় নিয়ে উস্কানিমূলক নানান কিছু পোস্ট করছেন। যার তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। অনেকেই মনে করছেন ইচ্ছাকৃতভাবে খবরে উঠে আসার জন্যই এধরনের পোস্ট করছেন পায়েল। 


আরও পড়ুন- এটা কি টিকটকের জায়গা? সংসদে পোজ দিয়ে ছবি তুলে সমালোচনার মুখে মিমি-নুসরত