নিজস্ব প্রতিবেদন: মেয়ের জন্মদিনে জমিয়ে নাচলেন পিঙ্কি রোশন। হৃত্বিক রোশনের মায়ের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। যেখানে মেয়ে সুনয়নার জন্মদিনের পার্টিতে নাচতে দেখা যায় পিঙ্কি রোশনকে। 
সম্প্রতি এক্কেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় সুনয়না রোশনের জন্মদিন। মেয়ের সেই জন্মদিনের অনুষ্ঠানে ছেলে সিনেমার গানে কোমর দোলাতে দেখা যায় পিঙ্কি রোশনকে। (Hrithik Roshan) হৃত্বিক রোশনের সিনেমা ওয়ার-এর গান ঘুঙরুর সুরে দেখুন পিঙ্কি রোশনের নাচ...



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুধু ঘুঙরুর সুরে নাচই নয়, সম্প্রতি শরীর চর্চায় বেশ জোর দিতে দেখা যায় রাকেশ রোশনের স্ত্রী (Pinkie  Roshan) পিঙ্কি রোশনকে। কখনও জিমে গিয়ে শরীর চর্চা করতে দেখা যায় পিঙ্কিকে, আবার কখনও সুইমস্যুটে শরীর চর্চা করতে দেখা যায় তাঁকে।


আরও পড়ুন : উঁকি দিচ্ছে শরীর, গ্র্যামির মঞ্চে 'বোল্ড' প্রিয়াঙ্কা চোপড়া, ভাইরাল ছবি
দেখুন পিঙ্কি রোশনের সেই ভিডিয়ো...



এদিকে ওয়ার-এর পর হৃত্বিকের পরবর্তী সিনেমা কী, তা নিয়ে অভিনেতার ভক্তদের মধ্যো জর চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এবার নাকি দীপিকা পাডুকনের বিপরীতে মহাভারত-এ অভিনয় করতে দেখা যাবে হৃত্বিককে। (Deepika Padukone) দীপিকার প্রযোজনা সংস্থার ব্যনারে এবার কি কৃষ্ণের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে হৃত্বিককে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও বিষটি নিয়ে এখনও মুখে  কুলুপ এঁটেই রয়েছেন হৃত্বিক রোশন।