দীপিকাকে খাইয়ে দিচ্ছেন হৃত্বিক, মুগ্ধ রণবীর-ঘরণী, দেখুন ভিডিয়ো
হৃত্বিকের প্রশংসায় পঞ্চমুখ দীপিকা
নিজস্ব প্রতিবেদন: দীপিকা পাডুকনকে কেক খাওয়াচ্ছেন (Hrithik Roshan) হৃত্বিক রোশন৷ হৃত্বিকের হাত থেকে কেক খেতে গিয়ে দীপিকা যেন (Bollywood) বলিউডের গ্রিক গডের উপর থেকে চোখই সরাতে পারছিলেন না৷ সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয় (Social Media) সোশ্যাল মিডিয়ায়৷
যেখানে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কোলা আকাশের নীচে দাঁড়িয়ে দীপিকাকে চকলেট কেক খাইয়ে দেন হৃত্বিক৷ প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে দীপিকাো যেন আপ্লুত হয়ে যান৷ কিছুতেই হৃত্বিকের উপর থেকে চোখে সরাতে পারছিলেন না তিনি৷
আরও পড়ুন : অর্থ নিয়ে টানাপোড়েন! অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়াল খুশি নন দীপিকার 'ছপক' নিয়ে!
দেখুন সেই ভিডিয়ো...
সম্প্রতি সেলিব্রিটি ম্যানেজার রেহিনি আইয়ারের জন্মদিন উপলক্ষে এক জায়গায় জড়ো হন একাধিক অভিনেতা৷ সেখানে কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডেদের সঙ্গে দেখা যায় হৃত্বিক রোশন এবং দীপিকা পাডুকনকেও৷ রোহিনি আইয়ারের জন্মদিনেই হৃত্বিককে তাঁর প্রিয় অভিনেতা হিসেবে দাবি করেন দীপিকা৷ হৃত্বিক এবং দীপিকার সেই ছবি এঅবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ হৃত্বিক রোশন এবং দীপিকা পাডুকনকে নিয়ে নতুন করে কোনও সিনেমা তৈরি করা হোক বলেও দাবি করা হয় নেটিজেনদের তরফে৷
আরও পড়ুন : জওহরলাল নেহরু সম্পর্কে 'অশালীন' মন্তব্য, শেষে জামিন পেলেন পায়েল
প্রসঙ্গত মহাভারত-এ নাকি একসঙ্গে দেখা যাবে হৃত্বিক রোশন এবং (Deepika Padukone) দীপিকা পাডুকনকে৷ মহাবারতে এবার দীপিকাকে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে৷ অন্যদিকে, কৃষ্ণের ভূমিকায় নাকি দেখা যাবে হৃত্বিক রোশনকে৷