গুরুকে শ্রদ্ধা সারা সহ অন্যান্য বলি তারকাদের
গতকাল সারা দেশজুড়ে পালিত হয়েছে গুরুপূর্ণিমা। শিক্ষককে শ্রদ্ধা জানানোর জন্যই এই দিন। গুরুকে শ্রদ্ধা জানিয়েছেন বলিউড তারকারাও।
নিজস্ব প্রতিবেদন: গতকাল সারা দেশজুড়ে পালিত হয়েছে গুরুপূর্ণিমা। শিক্ষককে শ্রদ্ধা জানানোর জন্যই এই দিন। গুরুকে শ্রদ্ধা জানিয়েছেন বলিউড তারকারাও।
ইতিমধ্যেই অভিনয়ে মন জিতেছেন সবার। গুরুপূর্ণিমা উপলক্ষে নিজের নাচের শিক্ষককে ধন্যবাদ জানাতেও ভুললেন না সারা আলি খান। সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্টের মাধ্যমে শিক্ষককে শ্রদ্ধা জানান সারা।
ইনস্টাগ্রাম পেজে নাচের শিক্ষকের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। লেখেন, "গুরুপূর্ণিমার অনেক শুভেচ্ছা। শুভদাজি, আমাকে নাচের প্রতি ধৈর্য্য, শৃঙ্খলা শেখানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে সারাক্ষণ অনুপ্রেরণা দেওয়ার জন্য, শেখানোর জন্য যে অনুশীলনের মাধ্যমেই সফলতা পাওয়া যায়।"
আরও পড়ুন: সার্ক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতল 'নগরকীর্তন', শুভেচ্ছা জানিয়ে টুইট প্রকাশ জাভড়েকরের
প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহকে নিজের শিক্ষক বলে মনে করেন অভিনেতা রণদীপ হুডা। শেখার যে কোনও শেষ নেই সেই শিক্ষা নাসিরুদ্দিনের থেকেই পান অভিনেতা। তাই গুরুপূর্ণিমায় তাঁর প্রতিই শ্রদ্ধা জানান তিনি।
বাদ যাননি অমিতাভ বচ্চনও। কবীর দাসের দোহা গুরু গোবিন্দের মাধ্যমে সবাইকে গুরুপূর্ণিমার শুভেচ্ছা জানান বিগ বি।
সম্প্রতি পরিচালক ইমতিয়াজ আলির 'লভ আজ কাল ২' ছবির শ্যুটিং শেষ করেছেন সারা। অপরদিকে হৃত্বিকের 'সুপার থার্টি'ও বক্স অফিসে সুপারহিট। ইতিমধ্যেই ৫০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি।