নিজস্ব প্রতিবেদন : বেশকিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় জুড়ে অনুরাগ কাশ্যপ, তাপসী পন্নু, স্বরা ভাস্করদের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের তরজা অব্যাহত রয়েছে। সম্প্রতি, অনুরাগ কাশ্যপকে 'মিনি মহেশ ভাট' বলে আক্রমণ করেন কঙ্গনা। সেখান থেকেই অনুরাগ-কঙ্গনার টুইট যুদ্ধ শুরু হয়। তবে এত বিবাদের মাঝেও কঙ্গনা যে আদপে তাঁর বন্ধুই ছিলেন, সেকথা আবারও স্বীকার করে নিলেন পরিচালক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা-অনুরাগের তরজার মধ্যেই একটি ভিডিয়ো শেয়ার করেন এক নেটিজেন। ইরফান খানের সঙ্গে কঙ্গনার কথোপকথনের ভিডিয়োটি শেয়ার করে অনুরাগ কাশ্যপকে ট্যাগ করেন তিনি। ওই টুইটার ব্যবহারকারী অনুরাগ কাশ্যপের উদ্দেশ্যে লেখেন, ''বোম্বে ভেলভেট বিফল হওয়ার পরও কঙ্গনা কীভাবে অনুরাগ কাশ্যপের পাশে ছিলেন। অথচ আপনি (অনুরাগ) তাঁকেই আক্রমণ করে ৯-১০ বছর আগের এই ভিডিয়োটি ভুল প্রমাণ করছেন।''


আরও পড়ুন-''অঙ্কিতাই আমাকে বলেছেন, সুশান্ত আমার মতোই ছিল, অপমান মানতে পারত না'', দাবি কঙ্গনার


প্রসঙ্গত, ভিডিয়োতে দেখা যাচ্ছে কঙ্গনার সঙ্গে ইরফান খানের 'বলিউড' নিয়েই আলোচনা চলছে। যেখানে ইরফানকে বলতে শোনা যাচ্ছে, তিনি এই 'বলিউড' বিষয়টাতেই পরিবর্তন আনতে চান। উত্তরে কঙ্গনাকে বলতে শোনা যাচ্ছে, ''সম্প্রতি আমার এক বন্ধুর ছবি বোম্বে ভেলভেট (অনুরাগ কাশ্যপের ছবি) বক্স অফিসে সফল হয়নি। তারপর আমি দেখছি কী কী ঘটছে। এখানে লোকজন এত খারাপ ও বিষাক্ত। আমার লোকজনের আলোচনা শুনে মনে হয়, এখনই ওখান থেকে বের হয়ে যাই। সমালোচকরা কীভাবে সমালোচনা করতে শুরু করে, কীভাবে ব্যক্তিগত আক্রমণ শুরু করে। অথচ এটা তো সিনেমা মাত্র...। আরে ওর উদ্দেশ্য ছিল একটা ভালো ছবি বানানো সেটা সব সময় সত্যি নাও হতে পারে। অথচ লোকজন বলতে শুরু করল কীভাবে একজনকে মেরে ফেলতে পারে। আমি চাই বলিউডের এই বিষয়টাতে পরিবর্তন আনতে। এটা খুবই দুঃখজনক। ''



নেটিজেনের শেয়ার করা এই ভিডিয়োটির উত্তর দেন অনুরাগ। বলেন, ''হ্যাঁ, ও এটা করত। আমার সবসময় পাশে থাকত ও। আসলে আপনারা যাঁরা ওকে ব্যবহার করছেন তাঁরা ওর শত্রু, আমি নই।''


আসলে কঙ্গনার সঙ্গে অনুরাগের সাম্প্রতিক দ্বন্দ্বের সূত্রপাত বেশ কয়েকদিন আগে। এক সাক্ষাৎকারে তাপসী পন্নু, স্বরা ভাস্করদের বি-গ্রেড অভিনেত্রী বলে উল্লেখ করেন কঙ্গনা। তাঁর সেই সাক্ষাৎকারের লিঙ্ক শেয়ার করে অনুরাগ কাশ্যপ লিখেছিলেন, একসময় তাঁরা বন্ধু ছিলেন, তবে এই কঙ্গনাকে তিনি চেনেন না। অনুরাগ অভিযোগ করেন, মণিকর্ণিকার সেটে নাকি কঙ্গনা তাঁর সহ পরিচালক, সহ অভিনেতাদের অপমান করতেন। এমনকি নিজের স্বার্থে কিছু জনের চরিত্রও তিনি ছেঁটে দিয়েছেন। আবার লেখেন, এগুলো সব তোমার পরিবার, বন্ধুবান্ধব কারোরই নজর পড়ে না, কেউ তোমাকে ব্যবহার করছ।, এই জন্য তোমার আজ কেউ নেই। এরপর তুমি আমায় গালি দিলে দাও। অনুরাগের এই টুইটের পরেই চটে যান কঙ্গনা। তাঁকে মিনি মহেশ ভাট বলে আক্রমণ করেন।


আরও পড়ুন-হৃত্বিকের কারণেই সুশান্তের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন! আফসোস কঙ্গনার




তবে এত ঝগড়ার পরও অনুরাগ কাশ্যপ শেষপর্যন্ত স্বীকার করেই নিলেন, যে কঙ্গনা তাঁর সবসময় পাশে থেকেছেন।


আরও পড়ুন-'পুকার' নাটকে প্রথম অভিনয়, এর মাধ্যমেই 'পবিত্র রিস্তা'য় কাজের সুযোগ পান সুশান্ত, প্রকাশ্যে সেই ছবি...