নিজস্ব প্রতিবেদন: হৃত্বিক রোশনের দিদি সুনয়না রোশন অসুস্থ। তিনি 'বাইপোলার ডিসঅর্ডারে' আক্রান্ত। আগামী ২৪ ঘণ্টা তাঁকে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে। রবিবার জনপ্রিয় সংবাদ সংস্থার প্রতিবেদনে এমনই খবর প্রকাশিত হয়। তারপরই ধীরে ধীরে রাকেশ রোশন কন্যার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তে থাকে। তবে নিজের অসুস্থতার খবরকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন সুনয়না রোশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইট করে সুনয়না লিখেছেন, '' রবিবার খবর পড়ে আমি ভাবতেও পারিনি আমার এজীবনে এমন নরকে যাওয়ার অভিজ্ঞতাও হবে।'' আরও একটি টুইটে তিনি লিখেছেন, '' আমি এতটাই অসুস্থ, হাসপাতালে ভর্তি, এই পুরো খবরটাই ভুল, আমি এখন বন্ধুদের সঙ্গে পার্টি করছি।''


আরও পড়ুন-শাহরুখের থেকে এই জায়গাটাই ছিনিয়ে নিচ্ছেন রণবীর কাপুর?




প্রসঙ্গত, DNA-সূত্রে খবর, ২০১৭ অসম্ভব মোটা থেকে রোগা হয়ে সকলকে চমকে দিয়েছিলেন সুনয়না রোশন। তাঁকে নিয়ে বেশ খুশি ছিল তাঁর পরিবার। তিনি ক্যান্সারে আক্রান্ত হন। সেসময় তিনি অবসাদগ্রস্ত অবস্থা কাটিয়েও উঠেছিলেন। তাঁর সেই লড়াই নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখও খুলেছিলে সুনয়না রোশন। তাঁর কথায়, ''জীবনের লড়াইয়ে আমার পরিবার সব সময়ই আমার পাশে থেকেছে। তবে আসল লড়াইটা লড়তে হয় নিজেকেই। একের পর এক বাধা অতিক্রম করতে হয়। ''  সেসময় তিনি আরও বলেছিলেন, ''জীবন ভীষণই সুন্দর, তাই চোখের জল ফেলে জীবনটা নষ্ট করা উচিত নয়। ''


আরও পড়ুন-সোহমের সঙ্গে 'প্রতিঘাত'-এ জড়ালেন প্রিয়াঙ্কা!