জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কী বলা যায় তাঁকে? সবচেয়ে বিখ্যাত বেতারকণ্ঠ? 'রেডিয়ো সিলোনে'র প্রাণ? ভারতীয় বেতারের 'গ্র্যান্ড ওল্ড ম্যান'? গীতমালার কিন্নরকণ্ঠ? জনপ্রিয় বেতার উপস্থাপক? জনপ্রিয় বেতার ঘোষক? কিংবদন্তি বেতার সঞ্চালক? অনেক কিছুই হয়তো বলা যায়। তবে যেটা বললে প্রায় কোনও মহলেরই কোনও আপত্তি হবে না, সেটা হল, তিনি ভারতীয় বেতারের কিংবদন্তি কণ্ঠ! চলে গেলেন ৯১ বছর বয়সে। আজ, ২১ ফেব্রুয়ারি মুম্বইয়ে মারা গেলেন তিনি। ১৯৩২ সালের ২১ ডিসেম্বর মুম্বইয়ের এক বহুবাসী পরিবারে জন্ম তাঁর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Music Maestro Ustad Rashid Khan: সুরে-লয়ে বেঁধেছিলেন গোয়ালিয়র উত্তরপ্রদেশ বাংলা এবং সহস্রটি মন...


জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সায়ানির হার্ট অ্যাটাক করেছিল। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে আনাও হয়েছিল। কিন্তু কিছু করা গেল না। মুম্বইয়ের এইচএন রিলায়ান্স হসপিটালে আজ সকাল ৭টার সময়ে মৃত্যু হয় তাঁর। তাঁর পুত্র রজিল সায়ানি এখবর জানান।  আরও জানা যায়, গত প্রায় ১২ বছর ধরে পিঠের ব্যথাতেও ভুগছিলেন আমিন। সেই কারণে হাঁটাচলার জন্য ওয়াকার ব্যবহার করতে হত তাঁকে।


'রেডিয়ো সিলোনে' যখন শোনা যেত তাঁর সেই বিখ্যাত কণ্ঠ, তাঁর সেই অননুকরণীয় বাচনভঙ্গিতে 'নমস্কার ভাইয়োঁ অউর ব্যহেনো, ম্যাঁয় আপকা দোস্ত আমিন সায়ানি বোল রাহা হুঁ' তখন নড়েচড়ে বসতেন সংগীতপ্রেমীরা।


কিংবদন্তি বেতার সঞ্চালক তথা ঘোষক আমিন সায়ানি বহু টক-শো'র সঞ্চালনাও করেছিলেন। তাঁর সঞ্চালিত বিখ্যাত অনুষ্ঠান ছিল 'বিনাকা গীতমালা'। এটি প্রথমে বেতার সিলোনে পরে ভারতের বেতারের বিবিধ ভারতীতে টানা ৪২ বছর ধরে চলেছিল। এবং সাফল্যের সমস্ত রেকর্ডই ভেঙে ফেলেছিল এই শো। মানুষ সপ্তাহভর অপেক্ষা করত আবার কখন এই শো শোনা যাবে! আমিনের আলাদা রকম কণ্ঠস্বর, তাঁর অভূতপূর্ব বাচনভঙ্গি তাঁকে জনপ্রিয় করে তুলেছিল। একটি টক শো'র মাধ্যমে একটি মানুষ ভারতের মতো এত বিশাল এক দেশে কী পরিমাণ জনপ্রিয় হতে পারেন, তা বোধ হয় তাঁকে না দেখলে অনুমানই করা যেত না।


আরও পড়ুন: Bhasha Diwas: '২১ ফেব্রুয়ারি' 'একাত্তরের মুক্তিযুদ্ধ' বা 'বরাকের ভাষা-আন্দোলনে'র চেয়ে ঢের আগের আলো...


প্রায় ৫৪ হাজার বেতার অনুষ্ঠান করেছেন আমিন। যা আজও রেকর্ড। ১৯০০০ জিঙ্গলে রয়েছে তাঁর ভয়েস ওভার। হিন্দি ছবিতেও ঘোষকের ভূমিকায় কাজ করেছিলেন আমিন। তিনি লতা মঙ্গেশকরের ইন্টারভিউ নিয়েছিলেন, সেখানে রয়্যালটি নিয়ে রফির সঙ্গে লতার মতভেদ নিয়েও প্রশ্ন করার দুঃসাহস দেখিয়েছিলেন তিনি। প্রশ্ন করেছিলেন তাঁর বিয়ে নিয়েও। তিনি কিশোরকুমার ও রাজ কাপুরের সঙ্গেও কাজ করেছেন। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)