ওয়েব ডেস্ক: অনেকেই IIFA AWARD-কে ডাকেন ভারতের অস্কার হিসেবে। আগামী ২৩ জুন গত বছরে বলিউডে বিভিন্ন বিভাগে সেরাদের স্বীকৃতি দেবে আইফা।  একনজরে দেখে নিন এবারের আইফা-র যাবতীয় তথ্য এক নজরে--


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবারের ১৭ তম আইফা-র আসর বসছে মাদ্রিদে।  বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত চলবে এই আসর।



 


চারদিন ধরে চলবে এবারের আইফা-অ্যাওয়ার্ডের অনুষ্ঠান



সলমন খান, হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, সোনাক্ষি সিনহারা মঞ্চে লাইভ পারফম করবেন।



বাংলার সুরকার প্রীতমের সঙ্গে স্প্যানিশ গায়কদের গানের জাদু এবারের অনুষ্ঠানের চমক



মোনালি ঠাকুর ও পাপন এবার স্টেজ মাতাবেন। থাকছে কনিকা কাপুর, নীতি মোহনের গান। মিট ব্রাদার্সের জাদুও থাকছে।



শহিদ কাপুর ও ফারহান আখতার এবারের আইফা-য় সঞ্চালনা করবেন।



সেরা সিনেমার দৌড়ে আছে 'বজরঙ্গি ভাইজান', 'পিকু', 'বাজিরাও মস্তানি', 'তলওয়ার' ও 'তন্নু উইডস মন্নু'।


কালার্স চ্যানেলে দেখানো হবে এই অনুষ্ঠান।


সেরা অভিনেতার দৌড়ে সলমন, বরুণ ধাওয়ান, রণবীর সিং, রণবীর কাপুরের সঙ্গে আছেন অমিতাভ বচ্চন।


সেরা অভিনেত্রীর লড়াইয়ে দীপিকা, কঙ্গনা, শ্রদ্ধা কাপুর। দুটো সিনেমার জন্য নির্বাচিত দীপিকা। ফেভারিট দীপিকাই।


সেরা কাহিনির লড়াইয়ে পিকু, বজরঙ্গি ভাইজান-এর সঙ্গে আছে বদলাপুর।