নিজস্ব প্রতিবেদন: বন্ধুর ৩১-এর জন্মদিনেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু এক মাস পেরোতে না পেরোতেই সম্পর্ক যেন তিক্ত হয়ে ওঠে দু'জনের মধ্যে। ফলে বেশ কয়েক বছরের সম্পর্কে এবার ইতি টানছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন : রাখির প্রাক্তন বন্ধুকে চড় কষালেন অভিনেত্রীর ননদ, ভাইরাল ভিডিয়ো
স্পটবয়-এর খবর অনুযায়ী, অস্ট্রেলিয় বন্ধু অ্যানড্রিউ নিবোনসের সঙ্গে নাকি সম্পর্ক ভাঙছেন 'বাদশাহো' অভিনেত্রী। বেশ কয়েকদিন ধরেই ইলিয়ানার সঙ্গে অ্যানড্রিউ-এর সম্পর্ক ভাল যাচ্ছিল না। এমনকী, বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানানোর পোস্টটিও নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে ডিলিট করে দেন ইলিয়ানা। ফলে, অস্ট্রেলিয় বন্ধুর সঙ্গে এবার ইলিয়ানার বিচ্ছেদ হয়েই গিয়েছে বলে মত বলিউডের একাংশের। যদিও অভিনেত্রী এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।


 



তবে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি আরও একটি পোস্ট শেয়ার করেন 'রেইড' অভিনেত্রী। যা থেকে অভিনেত্রীর বিচ্ছেদের খবর প্রায় পাকা বলেই মনে করছেন অনেকে।