নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা জঙ্গি হামলার ১২ দিনের মাথায় পাকিস্তানকে প্রত্য়াঘাত করল ভারতীয় বায়ু সেনার। মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণ রেখা পার করে পাকিস্তান অধীকৃত কাশ্মীরের জঙ্গী ঘাঁটিতে হামলা চালায় বায়ুসেনার মিরাজ ২০০০ ফাইটার জেট। ১০০০ কেজি বিস্ফোরকের মাধ্যমে নিমেশে গুঁড়িয়ে যায় জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিগুলি। এখনও পর্যন্ত পাওয়া খবরে মৃত্যু হয়েছে প্রায় ২০০-৩০০ জঙ্গির। সব মিলিয়ে ভারতীয় সেনার মৃত্যুর যোগ্য জবাবে কার্যত খুশি গোটা দেশ। শুভেচ্ছা বার্তা আসছে সমস্ত মহল থেকেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজনৈতিক মহলের পাশাপাশি বলিউড থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা। অজয় দেবগন, পরেশ রাওয়াল, মল্লিকা শেরাওয়াত, অভিষেক বচ্চন, কৈলাশ খের সহ তারকারা নিজেদের টুইটার হ্যান্ডেলে IAF-এর উদ্দেশে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই সার্জিক্যাল স্ট্রাইককে যোগ্য জবাব বলেই মনে করছেন তাঁরা। কারও মতে "এটা সত্যিই সুন্দর একটা সকাল।"


আরও পড়ুন-অ্যান্ড দ্য অ্যাওয়ার্ড গোজ টু...


দেখুন কী লিখলেন বলিউড তারকারা...
















উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা জওয়ানদের মৃত্যুর পর থেকেই বদলার আগুনে ফুঁসছিল গোটা দেশ। সেই আগুন গিয়ে ছড়িয়েছিল বলিউডেও। ঘটনার তীব্র নিন্দা করেছিলেন বলি তারকারা। অনেকই সেনাবাহিনী যাতে এর পাল্টা বদলা নেয় তেমনটাই মতামত দিয়ে টুইট করেছিলেন। 


প্রসঙ্গত, ইতিমধ্য়েই সার্জিক্যাল স্ট্রাইকের রিভিউ নিয়ে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, জঙ্গি ঘাঁটি ধ্বংসের পর ইতিমধ্যেই নিয়ন্ত্রণ রেখায় হাই অ্যালার্ট জারি করেছে ভারত। হামলার কথা স্বীকার করেছে পাকিস্তানও।  ভারতীয় যুদ্ধ বিমান থেকে বালাকোট, মুজফ্ফরপুর এবং চকৌটিতে বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে বলেও দাবি করেছেন পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর। যদিও তাঁদের দাবি সময় মতো প্রত্যুত্তর দিয়েছে পাক বায়ুসেনাও। পাশাপাশি কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই দাবি করছে পাক সেনা। 


আরও পড়ুন-অস্কারের মঞ্চে ফের উজ্জ্বল ভারত, পুরস্কৃত হল ঋতুকাল নিয়ে তথ্যচিত্র